২৭ জুন ২০১৮, ১৩:১২

শিক্ষক-কর্মচারীদের আমরণ অনশনে অসুস্থ ৩৬

বুধবার দুপুরের ছবি

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো আমরণ অনশন কর্মসূচী পালন করছেন আন্দোলনরত শিক্ষক-কর্মচারীরা।

বুধবার তৃতীয় দিনের মাথায় এসে অসুস্থ হয়ে পড়েছেন অন্তত ৩৬ জন শিক্ষক-কর্মচারী। তাদেরকে অনশনস্থলে স্যালাইন ও প্রাথমিক চিকিৎসা দেয়া হচ্ছে।

এছাড়া, অনশনে অতিরিক্ত দুর্বল হয়ে পড়ায় ৭ জনকে ভর্তি করা হয়েছে ঢাকা মেডিকেল হাসপাতালে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন ফিরে এসেছেন, বাকী চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

সোমবার থেকে জাতীয় রাজধানীর জাতীয় প্রেসক্লাব এলাকায় নন-এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ফেডারেশনের ব্যানারে এ কর্মসূচি চালিয়ে যাচ্ছেন তারা।

বুধবার বিকালে ফেডারেশনের সভাপতি অধ্যক্ষ গোলাম মাহমুদুন্নবী বলেন, অনশনের তৃতীয় দিনে ৩৬ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের ৭ জনকে ঢাকা মেডিকেলে কলেজে ভর্তি করা হয়েছে। প্রাথমিক চিকিৎসা নিয়ে তিনজন ফিরে এসেছেন, বাকী চারজন হাসপাতালে ভর্তি রয়েছেন।

বুধবার অনশনস্থলে গিয়ে দেখা যায়, দেশের বিভিন্ন এলাকা থেকে আসা শিক্ষক-কর্মচারীরা প্রেসক্লাবের উল্টোপাশে রাস্তার পাশে খোলা আকাশের নিচে শুয়ে-বসে অনশন পালন করছেন। অসুস্থদের কেউ কেউ সেখানেই স্যালাইন নিয়ে শুয়ে আছেন।

তারা বলছেন, ২০০৬ সালের পর থেকে এখন পর্যন্ত ২৮ বার আন্দোলনে এসেছি। তবু প্রতিশ্রুতির বাস্তিবায়ন নেই। এবার দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছেড়ে বাড়ি ফিরবেন না।

এর আগে গত ১০ জুন থেকে তারা একই স্থানে টানা অবস্থান কর্মসূচি শুরু করেন তারা। টানা ১৫ দিন অবস্থানের পরও সুনির্দিষ্ট কোনো আশ্বাস না পেয়ে সোমবার থেকে আমরণ অনশন কর্মসূচি শুরু করেন।