নেকটার রোবোটিকস অলিম্পিয়ার্ড আগষ্টে, প্রাইজমানি তিন লাখ 

নেকটার রোবোটিকস অলিম্পিয়ার্ড
নেকটার রোবোটিকস অলিম্পিয়ার্ড   © সংগৃহীত

জাতীয় কম্পিউটার প্রশিক্ষণ ও গবেষণা একাডেমী নেকটার এবং রোবো টেক ভ্যালি যৌথভাবে আয়োজন করছে ‘নেকটার রোবোটিকস অলিম্পিয়ার্ড-২০২২’। এতে রোবোটিকস, প্রজেক্ট শোকেচ এবং আইডিয়া কম্পিটিশন অনুষ্ঠিত হবে। প্রতিযোগীতায় বিজয়ীদের তিন লাখ টাকা প্রাইজমানি দেয়া হবে। 

আগামী ০৬ আগষ্ট বগুড়ায় অবস্থিত নেকটার কার্যালয়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। প্রতিযোগিতা শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে। এখানে সারা বাংলাদেশ থেকে স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করতে পারবে। 

জুনিয়র এবং সিনিয়র গ্রুপে বিভক্ত হয়ে প্রজেক্ট শোকেচ এবং পোস্টার/আইডিয়া প্রেজেন্টেশনে অংশগ্রহন করবে। প্রতিযোগিতায় বিজয়ীরা পাবেন প্রাইজ মানি, প্লেকার্ড, টি শার্ট, খাবার এবং সার্টিফিকেট। 

প্রতিযোগিতায় অংশগ্রহনের জন্য বিভিন্ন ক্যাটাগরিদে রেজিস্ট্রেশন করতে হবে। রোবো স্কোরার ফি ২০০০ টাকা, লাইন ফলোয়িং  ২০০ টাকা, প্রজেক্ট শোকেচ ( ‍সিনিয়র গ্রুপ) ২০০০ টাকা, প্রজেক্ট শোকেচ ( জুনিয়র গ্রুপ) ১৫০০ টাকা, পোস্টার প্রদর্শন ( জুনিয়র গ্রুপ) ১০০০ টাকা, পোস্টার প্রদর্শন ( সিনিয়র গ্রুপ) ১৫০০ টাকা। 

অনলাইনের মাধ্যমেও এ প্রতিযোগিতায় অংশগ্রহন করা যাবে। 

বিস্তারিত জানতে দেখুন ইভেন্ট লিংকে। 

রেজিস্ট্রেশন লিংক


সর্বশেষ সংবাদ