ফেসবুক আইডি ছাড়া মেসেঞ্জার ব্যবহার করবেন যেভাবে
একসময় শুধুমাত্র ইমেইল এড্রেস দিয়েই মেসেঞ্জার ব্যবহার করা যেতো। ফেসবুকের সঙ্গে মেসেঞ্জার যুক্ত হয়ে সেই সুবিধা বহুদিন আগেই বন্ধ হয়েছে। তবে বর্তমানে অ্যাক্টিভ ফেসবুক অ্যাকাউন্ট না থাকলেও একজন ব্যবহারকারী মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
অর্থাৎ আগে ফেসবুক অ্যাকাউন্ট ছিল এখন ডিঅ্যাক্টিভেট করেছেন বা ডিলিট করছেন এরকম ব্যবহারকারীরা মেসেঞ্জার ব্যবহার করতে পারবেন।
আর সে কাজটি করার জন্য নিচের ধাপগুলো মেনে চলতে হবে।
প্রথমে অ্যাপ স্টোর বা গুগল প্লে স্টোর থেকে বিনা মূল্যে ফেসবুক মেসেঞ্জার অ্যাপ নামিয়ে নিন।
এবার মেসেঞ্জারে নতুন অ্যাকাউন্ট তৈরির অপশনে ক্লিক করুন।
বিভিন্ন ধরনের অনুমতি চেয়ে বার্তা দেখাবে। বুঝেশুনে তবেই সম্মতি জানান।
এরপর আপনার ফোন নম্বর লিখুন এবং নেক্সট বোতামে ক্লিক করুন।
নম্বর, অক্ষর এবং জ্যোতিচিহ্নের সমন্বয়ে কমপক্ষে ছয় ডিজিটের পাসওয়ার্ড দিয়ে পরবর্তী ধাপে যান।
নিজের নাম লিখে আবার নেক্সট চাপুন।
এরপর অ্যাকাউন্ট তৈরির চূড়ান্ত ধাপ দেখতে পাবেন। বোতামে ক্লিক করুন।
এসএমএসের মাধ্যমে আপনার মুঠোফোনে পাঠানো কোডটি দিন। ব্যস, হয়ে গেল।
আরও পড়ুন: ইউক্রেনীয়দের জন্য নোবেল পুরস্কার বিক্রি করবেন রুশ নোবেল বিজয়ী
এবার নতুন ব্যবহারকারীদের খুঁজে পাওয়ার জন্য তাদের ফোন নম্বর দিয়ে সার্চ করতে হবে। যদি ওইসব ব্যবহারকারী ফেসবুক অ্যাকাউন্ট ফোন নম্বরের সঙ্গে লিংক করা থাকে, তাহলে তাদের মেসেঞ্জারে দেখা যাবে।
এর পাশাপাশি নতুন ফেসবুক অ্যাকাউন্ট খুলেও আপনি তা ডিঅ্যাক্টিভেট করে মেসেঞ্জার ব্যবহার করতে পারেন। এক্ষেত্রে প্রথমে ফোনে ফেসবুক অ্যাপ ইনস্টল করতে হবে। তারপর নতুন অ্যাকাউন্ট খুলতে হবে সংশ্লিষ্ট নিয়ম মেনে। এরপর আপনি মেসেঞ্জার ব্যবহারের অপশনও পাবেন। সেক্ষেত্রে মেসেঞ্জার ব্যবহারের যাবতীয় নিয়ম দেখে নিতে হবে।
ফেসবুক অ্যাকাউন্টের ভিত্তিতেই ওই মেসেঞ্জার ব্যবহার করা যাবে। তবে এক্ষেত্রে ইউজার যদি ফেসবুক অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট বা ডিলিট করে দেন তাহলেও চালু থাকবে ওই মেসেঞ্জার অ্যাকাউন্ট।