২২ ফেব্রুয়ারি ২০২২, ১৪:১৬

হোয়াটসঅ্যাপে ব্লক নাম্বারেও মেসেজ করবেন যেভাবে

হোয়াটসঅ্যাপ  © সংগৃহীত

হোয়াটসঅ্যাপ এখন জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম। শুধু বার্তা আদানপ্রদানই নয়, গুরুত্বপূর্ণ ফাইল, ছবি কিংবা ভিডিও পাঠানোর জন্য অনেকেই ব্যবহার করেন হোয়াটসঅ্যাপ।

ধরুন কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে ব্লক করেছে। আর ব্লক করলে দুই ব্যক্তির মধ্যে কোনোভাবেই মেসেজ আদান প্রদান সম্ভব হয় না।

ব্লক এড়িয়ে মেসেজ করার জন্য রয়েছে সহজ ট্রিকস। এই পদ্ধতি মেনে চললে খুব সহজেই কোনও ব্লক করা ব্যবহারকারীর কাছে পৌঁছে যাবে আপনার মেসেজ।জেনে নিন উপায়-

প্রথমে নিজের হোয়াটসঅ্যাপে ঢুকুন। এরপর ডানদিকের একদম উপরে দেখতে পাবেন তিনটি ডট দেওয়া মেনু।

সেখানে ক্লিক করতেই (ডিলিট অ্যাকাউন্ট) অপশন পাবেন। ওই অপশনে ক্লিক করে ডিলিট করুন আপনার বর্তমান অ্যাকাউন্টটি।

Caption

এরপর আবারও হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট খুলুন আগের নাম্বারেই। একে বলা হয় রি ইনস্টল পদ্ধতি। এটি সম্পন্ন হলে নিজের ছবি দিয়ে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করুন।

তারপর যে ব্যক্তি আপনাকে ব্লক করেছে সেই নম্বরে পুনরায় মেসেজ করুন। এবার দেখবেন ওই নম্বরে মেসেজ ডেলিভার হবে।

তবে আপনি যদি কর্মক্ষেত্রে কিংবা বিশেষ কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড থাকেন, তাহলে অ্যাপটি রি ইনস্টল করা হলে সব গ্রুপ থেকে বের হয়ে যাবেন। তাই জেনে বুঝে তবেই এই ট্রিকস অনুসরণ করুন।