০২ ফেব্রুয়ারি ২০২২, ২০:২০

মেসেঞ্জার চ্যাটের স্ক্রিনশট নিলে জানতে পারবে অপর ব্যবহারকারী

ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ  © টিডিসি ফটো

ফেসবুক মেসেঞ্জোর চ্যাটের স্ক্রিনশট এখন রীতিমত এক আতংকরে নাম। নিজেদের মধ্য কথোপকথনের স্ক্রিনশট সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া এখন নিত্যদিনের ঘটনা। তবে ফেসবুক তাদের নীতিতে পরিবর্তন আনছে । কেউ যদি মেসেঞ্জারের স্ক্রিনশট নেয় তা অপরপক্ষকে জানিয়ে দেয়া হবে।

আরও পড়ুন: বঙ্গবন্ধু স্যাটেলাইট-২ নির্মাণ ও উৎক্ষেপণের দায়িত্বে রাশিয়া

ফেসবুকের প্রতিষ্ঠাতা ও এর প্যারেন্ট কোম্পানি মেটার সিইও জাকারবার্গ এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন, মেসেঞ্জারে এক নতুন আপডেট এসেছে। অপরপক্ষ থেকে যদি কোনো ব্যবহারকারীর চ্যাটের স্ক্রিনশট নেওয়া হয়, তাহলে ওই ব্যবহারকারীকে বিষয়টি অবগত করা হবে।

ফেসবুক মেসেঞ্জারে যারা নিজেদের বিভিন্ন চ্যাটের স্ক্রিনশট নিয়ে অন্যদের কাছে ফাঁস করে দেন, তাদেরকে সাবধান করে দিয়ে তিনি বলেন, মেসেঞ্জারের এন্ড-টু-এন্ড চ্যাটের জন্য নতুন আপডেট আসছে। তাই কেউ যদি ডিস্যাপেয়ারিং মেসেজের স্ক্রিনশট নেয়, তাহলে আপনি একটি নোটিফিকেশন পাবেন,। তিনি এ সময়ে তার স্ত্রী প্রিসিলা চ্যানের সঙ্গে একটি আলাপচারিতার স্ক্রিনশটও যুক্ত করেন।

জাকারবার্গের তরফ থেকে এই ঘোষণা এলো ফেসবুক মেসেঞ্জারের একটি নতুন আপডেট আসার পর। নতুন আপডেট অনুযায়ী ব্যবহারকারীরা তাদের মেসেজগুলো কিছুক্ষণ পর যেন অদৃশ্য হয়ে যায়, তা নির্ধারণ করে দিতে পারবে।

ইউএসএ টুডে'র প্রতিবেদন অনুযায়ী, ফেসবুক মেসেঞ্জারের নতুন ফিচারটি যুক্তরাষ্ট্রে ব্যবহার করা যাচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইউরোপের ফেসবুক ব্যবহারকারীরাও এই ফিচারটি উপভোগ করতে পারবে।

আরও পড়ুন: ‘বিয়ার’ পান করেন ভাতের বিনিময়ে পড়াতে চাওয়া সেই আলমগীর!

ফেসবুক মেসেঞ্জারে সবে এই ফিচারটি এলেও, স্ন্যাপচ্যাটসহ কয়েকটি প্রতিদ্বন্দ্বী মেসেজিং প্ল্যাটফর্মে আরও আগে থেকেই এই ফিচারটি ছিল। তাছাড়া মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে অনেক আগে থেকেই এন্ড-টু-এন্ড এনক্রিপশনের ব্যবস্থা ছিল। ফেসবুকেও সেটিও একটি নবতম সংযোজন।

ধারণা করা হচ্ছে, ব্যবহারকারীদের নিরাপত্তা বিষয়ে উপর্যুপরি প্রশ্নবিদ্ধ হওয়ার কারণেই ফেসবুক এই নতুন ফিচারগুলো নিয়ে এলো। নতুন এই আপডেটগুলো মেটার মালিকানাধীন ইনস্টাগ্রামের ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
সূত্র: ইন্ডিপেন্ডেন্ট