১৫ অক্টোবর ২০২১, ১৮:০৪
দেশে মোবাইল ইন্টারনেট গতি স্বাভাবিক
দেশে মোবাইল ইন্টারনেটের গতি স্বাভাবিক হয়েছে। এর আগে আজ শুক্রবার (১৫ অক্টেবব) ভোর ঠিক ৫টায় ইন্টারনেটের ধীরগতি লক্ষ্য করা গেছে।
আইআইজি ফোরামের মহাসচিব আহমেদ জুনায়েদ জানান, বিকাল ৪টা ১৩ মিনিটে ইন্টারনেট স্বাভাবিক হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দিবাগত মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সবধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পাচ্ছেন বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।
প্রসঙ্গত, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।