আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড এ বছর বাংলাদেশে হচ্ছে

বক্তব্য রাখছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
বক্তব্য রাখছেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক  © টিডিসি ফটো

বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষ্যে হংকং থেকে শুরু হওয়া বহুল প্রত্যাশিত আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড প্রথমবারের মতো  বাংলাদেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী শুক্রবার (৮ অক্টোবর) থেকে ঢাকায় শুরু হচ্ছে তিন দিনব্যাপী এ আয়োজন। তরুণ প্রজন্মের জন্য প্রতি বছরই বিশেষভাবে আয়োজিত হয় ‘আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড (আইবিসিওএল)।

বুধবার (৬ অক্টোবর ২০২১) ঢাকার আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের বিসিসি অডিটরিয়ামে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমনটি জানান তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

এতে আরও উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ব্লকচেইন অলিম্পিয়াড ২০২১ এর চেয়ারম্যান হাবিবুল্লাহ এন করিম এবং হংকং ব্লকচেইন সোসাইটির প্রেসিডেন্ট ড. লরেন্স মা (অনলাইনে)। এছাড়া  উপস্থিত ছিলেন বিসিসির নির্বাহী পরিচালক ও অতিরিক্ত সচিব ড. মো. আব্দুল মান্নান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব ড. খন্দকার আজিজুল ইসলাম, ব্র্যাক ইউনিভার্সিটির সিএসই বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ প্রমুখ উপস্থি ছিলেন। 

অনুষ্ঠানে পলক বলেন, ‘আজকের যারা শিশু, তারাই হবে ২০৪১ সালের লিডার। প্রতিটি সেক্টরে তারাই নেতৃত্ব দেবে। আজকের শিশু প্রজন্মকে আমরা যেভাবে গড়ে তুলবো, ২০৪১ সালের জ্ঞানভিত্তিক বাংলাদেশ সেভাবেই গড়ে উঠবে।’

তিনি আরও বলেন, ‘দেশের স্টার্টআপরা অনেক সফলতা পাচ্ছে এবং প্রায় ৫০০ মিলিয়ন ডলারের উপরে বিদেশি বিনিয়োগ এনেছে গত ৫ বছরে। ব্লকচেইন হতে পারে বাংলাদেশের বিনিয়োগের অন্যতম একটি প্রযুক্তি খাত।’

প্রতিমন্ত্রী আরও বলেন, ‘ব্লকচেইনকে উৎসাহিত করার জন্য বিশ্ববিদ্যালয় ও শিক্ষা প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে এবং ব্লকচেইনকে তাদের কারিকুলামে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। ব্লকচেইনের মত ভবিষ্যতমূখী প্রযুক্তি সম্পর্কে শিশু-কিশোরদের জানানোর জন্য আমরা নতুন করে আরও ৫ হাজার শেখ রাসেল ডিজিটাল ল্যাব প্রতিষ্ঠা করতে যাচ্ছি এবং পরবর্তী পর্যায়ে আরও ১০ হাজার পরিকল্পনায় রয়েছে।’

এই ‘অনুপ্রেরণামূলক ক্ষমতায়ন এবং উদ্ভাবন’ প্রতিপাদ্য নিয়ে হচ্ছে এবারের আয়োজন। বাংলাদেশ পর্বে ‘ব্লকচেইন অলিম্পিয়াড বাংলাদেশ ২০২১’-এর বিজয়ী ১২ টি দল এই আয়োজনের আন্তর্জাতিক পর্যায়ে অংশ নিচ্ছে। বাংলাদেশ থেকে মোট ৫০ টিরও বেশি দল অংশগ্রহণ করছে এবং  চীন, হংকং, ভিয়েতনাম, ফিলিপাইন, সংযুক্ত আরব আমিরাত, ইরান, ইন্দোনেশিয়া, নেদারল্যান্ড, নেপাল, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কাসহ অংশগ্রহণ করছে মোট ১২টি আন্তর্জাতিক দল। বিজয়ীদের জন্য সর্বমোট ৪০ হাজার মার্কিন ডলারেরও বেশি মূল্যের পুরস্কারের ব্যবস্থা করা হয়েছে। ইভেন্টটিতে যোগ দিতে https://ibcol2021.com/ এ ভিজিট করতে হবে।

সূত্র: বাসস


সর্বশেষ সংবাদ