০৪ অক্টোবর ২০২১, ২১:৫৬
ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন
বিশ্বের বিভিন্ন স্থানে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ডাউন বলে খবর পাওয়া গেছে। সোমবার (৪ অক্টোবর) বাংলাদেশ সময় রাত ১০টার দিকে বিভিন্ন দেশের ব্যবহারকারীরা জানান, তারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ব্যবহার করতে পারছেন না।
ফেসবুকে ঢুকলে সেখানে, ‘দুঃখিত, কিছু সমস্যা দেখা দিয়েছে, আমরা এ বিষয়ে কাজ করছি, আশা করছি দ্রুত এ সমস্যার সমাধান করতে পারব’ এমন একটি বার্তা দেখাচ্ছে।
এ তিনটি অ্যাপ ফেসবুকের মালিকানাধীন। তাদের আওতায় থাকা ফেসবুক ওয়ার্কপ্লেসও কাজ করছে না। হোয়াটসঅ্যাপ এবং ইনস্টাগ্রামে নতুন কোনো পোস্ট বা মেসেজ প্রদর্শন করছে না।