পরীমণির আইডি থেকে সিগারেট খাওয়া ছবি রিমুভ করলো ‘ওল্ড মাস্তান’
সময়ের আলোচিত চিত্রনায়িকা পরীমণির ভাইরাল হওয়া সিগারেট খাওয়ার ছবি তার ফেসবুক আইড থেকে রিমুভ করে দিয়েছে সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করা টিম ‘ওল্ড মাস্তান’।
শনিবার (১৮ সেপ্টেম্বর) রাতে ‘ওল্ড মাস্তান’র অফিসিয়াল পেজে বিষয়টি জানানো হয়েছে।
ওল্ড মাস্তান তাদের স্ট্যাটাসে বলেছে, ‘পরীমণি সিগারেট হাতে নিয়ে দুটা ছবি সহ পোষ্ট করে তার ফেসবুক পেইজে, ছবিগুলো অশ্লীল টাইপের ছিল তাই তার ছবিগুলো রিমুভ করা হলো। স্ক্রিনশট কমেন্ট বক্সে।’
এর আগে গত বৃহস্পতিবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে নতুন দুটি ছবি আপলোড করেন পরীমণি। সেখানে সিগারেট হাতে ক্যামেরায় পোজ দিতে দেখা গেছে এই নায়িকাকে। তার পরনে সাদা-কালো রঙের টপস, খোলা চুলে চোখে চশমা, পায়ে পরেছেন কেডস।
পরীমণির এমন ছবি পোস্ট করা নিয়ে বিরূপ মন্তব্য করেছেন বিজ্ঞজনরাও। তারা বলছেন, দেশের সংস্কৃতি অঙ্গনের একজন শিল্পীর এমন আচরণে বড়দের প্রতি শ্রদ্ধাবোধ হারিয়ে ফেলতে পারে শিশু-কিশোররা। তাই সেলিব্রেটি হিসেবে পরীমণিকে সতর্ক করে দায়িত্বশীল আচরণ প্রদর্শন করতে মতামত দিয়েছেন তারা।