২ কোটি ২৯ লাখ টাকা ভ্যাট দিল গুগল
ফেসবুকের পর এবার প্রযুক্তি খাতে বিশ্বের শীর্ষস্থানীয় কোম্পানি গুগল গত মে ও জুন মাসে তাদের বাংলাদেশের ব্যবসা থেকে ২ কোটি ৩০ লাখ টাকা মূল্য সংযোজন কর (মূসক) বা ভ্যাট সংগ্রহ করে সরকারি কোষাগারে জমা দিয়েছে।
গত মাসে আরেক টেক জায়ান্ট ফেসবুক প্রায় আড়াই কোটি ভ্যাট জমা দেয়। বাংলাদেশে ব্যবসা করে এমন নিবন্ধিত অনাবাসী প্রতিষ্ঠানের মধ্যে ফেসবুক প্রথম ভ্যাট রিটার্ন জমা দিয়েছে।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট সূত্রে জানা গেছে, গত মে মাসের ভ্যাট রিটার্নের বিপরীতে ৫৫ লাখ ৭৭ হাজার ৭০৪ টাকা ভ্যাট দিয়েছে। আর জুন মাসের রিটার্নের বিপরীতে দিয়েছে ১ কোটি ৭৩ লাখ ৭৬ হাজার ৮৩২ টাকা। সিঙ্গাপুরের সিটিব্যাংক এনএ এর শাখা থেকে ভ্যাটের টাকা পরিশোধ করা হয়েছে।
ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেটের অতিরিক্ত কমিশনার প্রমীলা সরকার সমকালকে জানান, গুগল ভ্যাটের রিটার্ন জমা দেয়নি। তাদের সংগৃহীত ভ্যাট ব্যাংকের মাধ্যমে জমা করেছে।