রবির ভারপ্রাপ্ত সিইও রিয়াজ রশিদ
মোবাইল অপারেটর রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী হিসেবে পাঁচ বছর অত্যন্ত সফলতার সাথে দায়িত্ব পালনের পর মাহতাব উদ্দিন আহমেদ তার চুক্তির মেয়াদ না বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। তাই বর্তমানে রবির চিফ ফাইন্যান্সিয়াল অফিসার (সিএফও) এম রিয়াজ রশিদকে অবিলম্বে ভারপ্রাপ্ত সিইও হিসেবে দায়িত্ব দেয়া হবে।
মোবাইল অপারেটর রবি আজ বৃহস্পতিবার (৫ আগস্ট) মাহতাব উদ্দিনকে রবির ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী পদ থেকে পদত্যাগ ও এম রিয়াজ রশিদকে ভারপ্রাপ্ত সিইও ঘোষণা করে একটি প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।
বিজ্ঞপ্তিতে রবির পরিচালনা পর্ষদের চেয়ারম্যান থায়াপরণ সাংগারাপিল্লাই বলেন, 'রবি পরিচালনা পর্ষদের পক্ষ থেকে, আমি রবি পরিবারকে দেশের শীর্ষস্থানীয় ডিজিটাল সেবা প্রদানকারী হিসেবে দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করার জন্য মাহতাবকে ধন্যবাদ জানাতে চাই। রবির প্রথম বাংলাদেশি প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে মাহতাব কোম্পানিকে সাফল্যের চূড়ায় নিয়ে গেছেন। তার নেতৃত্বের মাধ্যমে তিনি রবিকে ডিজিটাল চ্যাম্পিয়নের মর্যাদা দিয়ে যাচ্ছেন।