তিনদিনে ঢাকা ছেড়েছেন ২৬ লাখ ২০ হাজার ৫৫৯ মোবাইল সিম ব্যবহারকারী

  © প্রতীকী ছবি

বিভিন্ন অপারেটরের মোবাইল সিম ব্যবহারকারী মোট ২৬ লাখ ২০ হাজার ৫৫৯ জন গত ১৫, ১৬ ও ১৭ জুলাই ঢাকা ছেড়ে গেছেন বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার। আজ সোমবার রাতে (১৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে এ তথ্য জানান মন্ত্রী।

মোস্তাফা জব্বার ওই পোস্টে একটি ছবি সংযুক্ত করেছেন। এতে জানানো হয়েছে, গত ১৫ জুলাই মোট সাত লাখ ৩১ হাজার ৪৬৯ জন, ১৬ জুলাই মোট নয় লাখ ৬২ হাজার ২১৮ জন এবং ১৭ জুলাই ৯ লাখ ২৬ হাজার ৮৭২ মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

এই তিন দিনে গ্রামীণ ফোনের ১২ লাখ ৫৯হাজার ৮৯৩ জন, রবির ৪ লাখ ৯১ হাজার ৯২৬ জন, বাংলালিংকের ৭ লাখ ৪ হাজার ৪৫৫ জন ও টেলিটকের এক লাখ ৬৪ হাজার ২৮৫ জন ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন বলে জানানো হয়।


সর্বশেষ সংবাদ