কারণ ছাড়া বারবার কল দিয়ে বিরক্ত করলেই শাস্তি

প্রতীকী
প্রতীকী  © সংগৃহীত

যুক্তিসংগত কারণ ছাড়া বারবার টেলিফোনে কল দিয়ে বিরক্ত করলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। এ শাস্তি হতে পারে সর্বোচ্চ ছয় মাসের জেল অথবা এক লাখ টাকা। এ জন্য বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনের একটি ধারা মোবাইল কোর্ট আইনের তফসিলে যুক্ত করেছে সরকার।

গত ২৯ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়, ‘মোবাইল কোর্ট আইন ২০০৯’ এর তফশিলে ‘বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন ২০০১’-এর ধারা ৭০ (১) সংযোজিত হবে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইনে ‘টেলিফোনে বিরক্ত করার দণ্ড’ হিসেবে ৭০ (১) ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি যুক্তিসংগত কারণ ছাড়া যদি কাউকে এমনভাবে বারবার টেলিফোন করেন যে, তাঁর জন্য সেটি বিরক্তিকর হয় বা অসুবিধার সৃষ্টি করে, তালে সেটি অপরাধ বলে গণ্য হবে। এই অপরাধে অভিযুক্ত ব্যক্তির অনধিক এক লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে অনধিক ছয় মাসে কারাদণ্ড হবে।