গুগল-অ্যামাজনের পথে হাটল ফেসবুক
টেক জায়ান্ট গুগল ও অ্যামাজনের পর বাংলাদেশে ভ্যাট নিবন্ধন নিয়েছ জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্ম ফেসবুক। রোববার (১৩ জুন) ঢাকা দক্ষিণ ভ্যাট কমিশনারেট থেকে অনাবাসী প্রতিষ্ঠান হিসেবে ব্যবসায় নিবন্ধন নম্বর (বিআইএন) নেয় প্রতিষ্ঠানটি, যা ভ্যাট নিবন্ধন হিসেবে পরিচিত।
তিনটি প্রতিষ্ঠানের নামে ভ্যাট নিবন্ধন নেয় ফেসবুক। এজন্য আয়ারল্যান্ডের ঠিকানা ব্যবহার করেছে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে- ফেসবুক আয়ারল্যান্ড লিমিটেড, ফেসবুক পেমেন্টস ইন্টারন্যাশনাল ও ফেসবুক টেকনোলজিস আয়ারল্যান্ড লিমিটেড।
আরো পড়ুন যে কারণে বাংলাদেশে অফিস খুলছে না ফেসবুক-গুগল-অ্যামাজন
বিষয়টি নিশ্চিত করে ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কার্যালয়ের অতিরিক্ত কমিশনার প্রমিলা সরকার বলেন, রোববার ফেসবুকের তিনটি প্রতিষ্ঠান সরাসরি ভ্যাট নিবন্ধন নিয়েছে। বাংলাদেশে ফেসবুকের এজেন্ট ভ্যাট নম্বর ১০০০০৪।
এর আগে ২৩ মে গুগল এবং ২৭ মে আমাজন ভ্যাট নিবন্ধন নিয়েছিল। এখন থেকে বাংলাদেশ সরকারকে এই তিনটি প্রতিষ্ঠানই নিয়মিত ভ্যাট রিটার্ন দাখিল করবে এবং ভ্যাটের অর্থ পরিশোধ করবে।