আগের গতিতে ফিরেছে ইন্টারনেট
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৮ মে ২০২১, ১০:৪২ PM , আপডেট: ২৮ মে ২০২১, ১০:৪২ PM
কক্সবাজারে দেশের প্রথম সাবমেরিন ক্যাবলের সংস্কার কাজ সম্পন্ন হয়েছে। এরপর দেশে ইন্টারনেটের গতি স্বাভাবিক অবস্থায় ফিরেছে। ইন্টারন্যাশনাল ইন্টারেনট গেটওয়ে ফোরামের সাধারণ সম্পাদক আহমেদ জুনায়েদ এ বিষয়ে গণমাধ্যমকে জানিয়েছেন।
তিনি বলেন, ‘শুক্রবার সন্ধ্যা ৬টা ৪৪ মিনিটে সাবমেরিন ক্যাবলের মেরামত কাজ শেষ হয়েছে। সন্ধ্যা ৭টা থেকে ক্যাবল সচল। তখন থেকেই ইন্টারনেট স্বাভাবিক গতিতে ফিরতে শুরু করে। আধাঘণ্টার মধ্যে গতি পুরোপুরি স্বাভাবিক অবস্থায় ফিরেছে।’
এর আগে রাষ্ট্রীয় সংস্থা বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল) বিবৃতিতে বলা হয়, শুক্রবার দুপুর আড়াইটা থেকে রাত ১০টা পর্যন্ত ইন্টারনেটের ধীরগতি থাকবে।
পরে বেলা আড়াইটা থেকে সাবমেরিন কেবলের কাজ শুরু হলে কক্সবাজার ল্যান্ডিং স্টেশনের টার্মিনেটেড সার্কিটগুলো বন্ধ রাখে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড (বিএসসিসিএল)। তবে এতে ব্যবহারকারীদের মাঝে তেমন কোন প্রতিক্রিয়া দেখা যায়নি।