হুয়াওয়ে এক লাখ তরুণকে দক্ষ করে তুলতে সহায়তা করবে

রিজিওনাল সম্মেলন
রিজিওনাল সম্মেলন  © সংগৃহিত

আগামী পাঁচ বছরে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও নেপালসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোতে এক লাখ তরুণকে ডিজিটাল ক্ষেত্রে দক্ষ করে তুলতে কাজ করবে হুয়াওয়ে। এ জন্য দক্ষিণ এশিয়া অঞ্চলের সরকার, বিশ্ববিদ্যালয় এবং শিল্পখাত সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করবে প্রতিষ্ঠানটি।

বৃহস্পতিবার ‘কালটিভেটিং আ ট্যালেন্ট ইকোসিস্টেম ফর ইনক্লুসিভ ডিজিটাল প্রোসপারিটি’ প্রতিপাদ্য নিয়ে অনলাইনে অনুষ্ঠিত ডিজিটাল ট্যালেন্ট রিজিওনাল সম্মেলনে এ কথা বলেন হুয়াওয়ের একজন মুখপাত্র। অনুষ্ঠানে মতামত তুলে ধরেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ, বুয়েটের উপাচার্য অধ্যাপক সত্য প্রসাদ মজুমদার, হেড অব অফিস এবং বাংলাদেশে ইউনেসকোর প্রতিনিধি বিয়াট্রিস কালদুন।

ডিজিটাল ট্যালেন্ট তৈরির এখনি সঠিক সময় উল্লেখ করে অনুষ্ঠানে জুনাইদ আহমেদ বলেন, হুয়াওয়ে দেশের ডিজিটালাইজেশনে এবং তরুণ সমাজকে দক্ষ করে গড়ে তুলতে সরকারের বিভিন্ন উদ্যোগের অংশীদার হিসেবে কাজ করছে। এই ধরনের অংশীদারিত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তা করবে এবং চতুর্থ শিল্প বিপ্লব মোকাবিলায় আমাদের তরুণদের প্রস্তুত করবে।

সামিটে হুয়াওয়ে এশিয়া প্যাসিফিকের ভাইস প্রেসিডেন্ট জে চেন বলেন, অনেক দেশই ডিজিটাল মাধ্যমে দক্ষ জনশক্তির মতো বেশ বড় একটি চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। আগামী পাঁচ বছরে হুয়াওয়ে এই অঞ্চলে বিশেষ করে বাংলাদেশ, শ্রীলংকা ও নেপালে এক লাখেরও বেশি আইসিটি দক্ষতাসম্পন্ন জনশক্তি তৈরি এবং একটি ডিজিটাল ট্যালেন্ট ইকোসিস্টেম নির্মাণ করবে বলে প্রত্যাশা করছে।

অনুষ্ঠানে তিন দেশের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রী, সচিব, ইউনেসকো বাংলাদেশের প্রতিনিধি, শিক্ষক ও তথ্যপ্রযুক্তি খাতের বিশেষ ব্যক্তিরা উপস্থিতি ছিলেন।


সর্বশেষ সংবাদ