২৪ এপ্রিল ২০২১, ২২:২২

ইনস্টাগ্রাম রিলসে বিজ্ঞাপন প্রচার করবে ফেসবুক

  © ফাইল ছবি

ভারত, ব্রাজিল, জার্মানি ও অস্ট্রেলিয়ায় ইনস্টাগ্রাম রিলসে বিজ্ঞাপন পরীক্ষা করবে সামাজিকমাধ্যম ফেসবুক। টিকটকের মতোই ছোট ছোট বিনোদন ভিডিও পোস্ট করা যায় ইনস্টাগ্রাম রিলসে। মজা করার জন্য যা বন্ধুদের সঙ্গেও শেয়ার করা যাবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স বলছে, সামাজিকমাধ্যমের সবচেয়ে বড় বাজার হয়ে উঠতে যাচ্ছে ভারত। দেশটিতে ইনস্টাগ্রাম রিলসেরও জনপ্রিয়তা রয়েছে উল্লেখযোগ্য।

গেল বছর থেকে ভারতে টিকটক নিষিদ্ধ। সেই সুযোগ বাজার দখল করতে চাচ্ছে ইনস্টাগ্রাম রিলস।

ফেসবুক বলছে, ভারতে অন্যান্য ফিচারেরও পরীক্ষার পরিকল্পনা রয়েছে। যেমন ভিডিও নির্মাতারা তাদের কাজ ফেসবুক পোস্টে শেয়ার দিতে পারবেন।

সামাজিকমাধ্যমটির গ্লোবাল বিজনেস গ্রুপের ভাইস-প্রেসিডেন্ট ক্যারোলিন ইভারসন বলেন, রিলস কতটা গতি নিয়ে এগিয়ে যাচ্ছে, এই বিজ্ঞাপন প্রচার সেই আভাস দিচ্ছে।