গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন ফি দেয়া যাবে নগদে

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান  © টিডিসি ফটো

গুচ্ছভুক্ত ২০টি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার আবেদন ফি মোবাইল ব্যাংকিং সেবাদাতা প্রতিষ্ঠান নগদের মাধ্যমে পরিশোধ করতে পারবেন শিক্ষার্থীরা। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিভিন্ন ধরনের আর্থিক ফিও নগদের মাধ্যমে পরিশোধ করা যাবে।

বৃহস্পতিবার (১ এপ্রিল) জবি উপাচার্যের সভা কক্ষে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে উপাচার্য (দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ড. কামালউদ্দীন আহমদ এবং ‘নগদ লিমিটেড’ এর পক্ষে চিফ এক্সিকিউটিভ অফিসার রাহেল আহমেদ চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তিতে সাক্ষী হিসেবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পক্ষে রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান, অর্থ ও হিসাব দপ্তরের পরিচালক ড. কাজী নাসির উদ্দিন এবং ‘নগদ লিমিটেড’ এর এজিএম এবং ইউটিলিটি ও শিক্ষা পেমেন্ট প্রধান সোহেল এস. তাসনিম এবং সিনিয়র এক্সিকিউটিভ সাদ আজাদ স্বাক্ষর করেন।

এসময় প্রক্টর ড. মোস্তফা কামাল, আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. উজ্জ্বল কুমার আচার্য্যসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক এবং 'নগদ লিমিটেড' এর কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।