করোনার ১০ মাসে তথ্যপ্রযুক্তিতে দেশ ১০ বছর এগিয়েছে: প্রতিমন্ত্রী
- টিডিসি রিপোর্ট
- প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪ AM , আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৫৪ AM
সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, আগামী ১০ বছরে তথ্য প্রযুক্তি খাতে আমরা যে পরিবর্তন আশা করেছিলাম তা করোনার এই ১০ মাসেম হয়ে গেছে। সম্প্রতি নিজ দপ্তরে গণমাধ্যমের সাথে আলাপকালে এ কথা জানান তিনি।
মন্ত্রী বলেন, ১০ বছরে আইটি সেক্টরে যে উন্নতি ও সচেতনতা তৈরি হয়েছিল, এক বছরে তার দ্বিগুণ গতি পেয়েছি। অগ্রগতিও দ্বিগুণ। আমি বলবো, আগামী ১০ বছরে যে পরিবর্তন আশা করেছিলাম সেটা গত ১০ মাসে হয়েছে।
পলক আরও বলেন, ডিজিটাল বাংলাদেশ কোনও গন্তব্য নয়। এটি একটি স্টেশন। ২০২১ সালে আমরা একটি স্টেশনে পৌঁছেছি। ২০৩১ সালে আরেক স্টেশনে পৌঁছাবো। সামনে থাকবে স্টেশন ২০৪১।