১০ ডিসেম্বর ২০২০, ১৮:৫২

ফেসবুকের বিরুদ্ধে মামলা

লোগো  © ফাইল ছবি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশন এবং দেশের ৪৮ অঙ্গরাজ্য মিলে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকের বিরুদ্ধে মামলা করেছে। গতকাল বুধবার যুক্তরাষ্ট্রের ফেডারেল ও রাজ্য সরকারের পক্ষ থেকে মামলাটি করা হয়েছে। এতে ফেসবুকের বিরুদ্ধে উঠতি প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোকে অবৈধভাবে নির্মূল করে দেওয়ার অভিযোগ আনা হয়েছে।

নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল রেতিতিয়া জেমস অভিযোগ করেন, ফেসবুক তার একক আধিপত্য বিস্তারে সম্ভাব্য হুমকি হয়ে ওঠা প্রতিষ্ঠানগুলোকে ঠেকাতে পদ্ধতিগত কৌশল বাস্তবায়ন করছে। ২০১২ সালে ইনস্টাগ্রাম কিনে নেয় ফেসবুক। কারণ এটি তার উদীয়মান প্রতিদ্বন্দ্বী হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছিল। ২০১৪ সালে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক। হোয়াটস অ্যাপও ফেসবুকের প্রতিদ্বন্দ্বী হতে উঠছিল।

অ্যান্টি ট্রাস্ট আইনের এ মামলায় বলা হয়েছে, সামাজিক যোগাযোগের মাধ্যমটি একচেটিয়া ডিজিটাল বিজ্ঞাপনের নিয়ন্ত্রণ করছে। প্রতিযোগিতা মেনে না নেওয়ার আচরণ দেখিয়ে আমেরিকার বাণিজ্যনীতির লঙ্ঘন করছে ফেসবুক। তাদের এ একচেটিয়া নিয়ন্ত্রণের কাঠামো ভেঙে দেওয়ার জন্য মামলায় আদালতের আদেশ কামনা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জেমস বলেন, প্রায় এক দশক ধরে ফেসবুক নিজের একচেটিয়া আধিপত্য এবং কর্তৃত্বের মাধ্যমে ছোট ছোট প্রতিপক্ষকে নিষ্পেষিত করছে। ধ্বংস করে দিচ্ছে প্রতিযোগিতার সুযোগ।

মামলার বিরোধিতা করেছেন ফেসবুকের ভাইস প্রেসিডেন্ট এবং জেনারেল কনসাল জেনিফার নিউজটেড। নিজেদের কার্যক্রমকে সংশোধননীতির পক্ষে বলে মন্তব্য করেন তিনি। জেনিফার নিউস্টেড বলেছেন, ক্ষুদ্র ব্যবসায়ীরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে বাধ্য নয়। এ ক্ষেত্রে সর্বোচ্চ কার্যকর সেবা পায় বলেই লোকজন ফেসবুকের সেবা গ্রহণ করে।