আজ ঊনিশ নয় বিশ তারিখ!

‘হুজুগে বাঙালি’ অথবা ‘গুজবে বাঙালি’- দুটোই বাঙালির সাথে সমানতালে যায়। বাঙালি গুজবে কান দিয়ে বিশ্বাস করতে যেমন পটু; তেমনি হুজুগেও মাতে মাতোয়ারা হয়ে। দেশের স্যোশাল মিডিয়াপ্রাঙ্গণ ফেসবুকে আজ সেই হুজুগে শামিল হলো নতুন আরেকটি স্ট্যাটাস— ‘আজ ঊনিশ নয় বিশ তারিখ!’

ইনিয়া জাফরিন নামে এক ফেসবুকার লিখেছেন, ‌আজ তো উনিশ তারিখ। কিন্তু সবাই বলছে বিশ তারিখ, কেন?’ সাইফুল ইসলাম লিখেছেন, ‘আজ উনিশ নয় বিশ তারিখ। লিজেন্ডরা বুঝে নিবেন ঠিকই।’ উত্তর মিলেছে কমেন্টে। সাজন নামে একজনের মন্তব্য, উনিশ-নয়-বিশ অর্থ্যাৎ আজ ১৯/৯/২০ তারিখ।

প্রখ্যাত কথা সাহিত্যিক সৈয়দ ওয়ালীউল্লাহ রচিত ‘একটি তুলসী গাছের কাহিনী’তে ‘মোদাব্বের’ নামক হুজুগে বাঙালি চরিত্র এবং নাগরিক কবি শামসুর রাহমানের ‘পণ্ডশ্রম’ কবিতায় ‘কান নিয়েছে চিলে’-এ কথা শুনে চিলের পেছনে পেছনে দৌড়ানো বাঙালির ইতিহাস পুরনো।

তারপরও বলতে হয়, সময় পাল্টেছে। তথ্য-প্রযুক্তির প্রভূত উন্নয়ন ঘটেছে, মুহূর্তেই যেকোনো ইস্যু ছড়িয়ে পড়ছে বিশ্বের একপ্রান্ত থেকে অন্য প্রান্তে। তথ্য-প্রযুক্তির ডানায় ভর করে বাঙালির এই হুজুগপ্রীতি যখন গুজবে রূপ নেয়, সমস্যা হয়ে দাঁড়ায় তখনই।


সর্বশেষ সংবাদ