১০ সেপ্টেম্বর ২০২০, ২১:৩৫

একত্রে অনেক ফেসবুক পোস্ট ডিলিটের উপায়

  © সংগৃহীত

ফেসবুক ব্যাবহারের ক্ষেত্রে মাঝে মাঝেই পুরোনো স্ট্যাটাস নিয়ে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। কোনো লেখা বা কোনো ছবিতে হঠাৎ কেউ কমেন্ট করলে অথবা লাইক দিলে সেটি আবার ব্যবহারকারীর টাইমলাইনে চলে আসে। তখন মনে হয় পুরোনো সব স্ট্যাটাস যদি এক সাথে মুছে ফেলা যেত।

পূর্বে ফেসবুকে একসাথে অনেকগুলো স্ট্যাটাস ডিলেট করা না গেলেও সম্প্রতি ফেসবুক এক সঙ্গে অনেকগুলো স্ট্যাটাস মুছে ফেলার সুযোগ করে দিয়েছে। নতুন একটি টুল এনে এই সুবিধা যোগ করেছে ফেইসবুক। নিচে দ্যা ডেইলি ক্যাম্পাসের পাঠকদের জন্য ফেসবুকে একসঙ্গে অনেকগুলো পোস্ট ডিলেট করার উপায় দেয়া হলো-

*প্রথমে ফেইসবুক অ্যাপ চালু করতে হবে।

*প্রোফাইলে গিয়ে ডান পাশে থাকা থ্রি ডট মেনুতে ক্লিক করতে হবে।

*এরপর Activity Log থেকে Manage Activity অপশনে যেতে হবে।

*নতুন পেইজ আসলে Your Posts অপশনটি সিলেক্ট করতে হবে।

*যে পোস্টগুলো ডিলিট করবেন সেগুলো বেছে নিয়ে বামদিকে থাকা Trash বাটনে ক্লিক করতে হবে। চাইলে পোস্টগুলো সংরক্ষণ করতে Archive অপশনটিও বেছে নেওয়া যাবে।

উল্লেখ্য, একত্রে অনেক পোস্ট ডিলিটের কাজটি শুধু ফেইসবুকের অ্যান্ড্রয়েড ও আইওএস অ্যাপ থেকেই করা যাবে। ডেক্সটপে ফেইসবুক ব্যবহার করে এই পদ্ধতিতে পোস্ট ডিলিট করা যাবে না।