স্মার্টফোন স্লো হয়ে গেলে যা করবেন
এখন সব শ্রেণী-পেশার মানুষের হাতেই স্মার্টফোন দেখা যায়। কিন্তু স্মার্টফোন পুরোনো হওয়ার সঙ্গে সঙ্গে কার্যক্ষমতাও কমতে থাকে, বারবার হ্যাং হয়। ফলে অনেকেই ভোগান্তিতে পড়েন। অনেককে আবার জনসম্মুখে বিব্রতকর অবস্থায় পড়তে হয়।
স্মার্টফোন স্লো বা হ্যাং হওয়ার হাত থেকে মুক্তি পেতে কিছু পন্থা অবলম্বন করা যেতে পারে। এতে সহজেই ফোন স্লো হওয়ার হাত থেকে মুক্তি পাওয়া যায়।
১. অযাচিত বা অব্যবহৃত অ্যাপস ফোন থেকে ডিলিট করে দিতে হবে। অপ্রয়োজনীয় ছবি বা ভিডিও মুছে স্টোরেজ ফাঁকা করে দিতে হবে। এতে ফোন ‘হ্যাং’ হওয়ার সমস্যা দূর হবে। স্টোরেজ পূর্ণ থাকলে ফোন স্লো কাজ করে।
২. স্মার্টফোনের অ্যাপস ব্যবহার করলে ক্যাশ রূপে ফোন মেমোরিতে জমা হয়। অনেক সময় এগুলো জমলে ফোন স্লো হয়। তাই নিয়মিত ক্লিন করা দরকার। সেটিংসে গিয়ে স্টোরেজ অপশনে ক্লিক অ্যাপসগুলোর ক্যাশ ক্লিন করা যাবে।
৩. স্মার্টফোনের সফটওয়্যার আপডেট রাখতে হবে। আপডেট দিতে বা চেক করতে ফোনের সেটিংস>সিস্টেম>সিস্টেম আপডেট অপশনে গিয়ে চেক করতে হবে। ফোনটি শেষ কবে আপডেট হয়েছে বা নতুন কোনো আপডেট আছে কিনা তা এখানে দেখতে পাবেন।
৪. স্মার্টফোনের গতি অতিমাত্রায় স্লো হয়ে গেলে ফ্যাক্টরি ডাটা রিসেট করা যেতে পারে। তবে এর আগে অবশ্যই ফোনের সব ডাটার ব্যাকআপ নিতে হবে। কারণ ফ্যাক্টরি ডাটা রিসেট করলে সব ডাটা মুছে যায়।
৫. অনেকে স্মার্টফোনের ডিসপ্লের সৌন্দর্য বাড়াতে লাইভ ওয়ালপেপার ব্যবহার করেন। এটি ফোনের পারফরম্যান্সে প্রভাব ফেলে। এজন্য ফোনে সাধারণ ওয়ালপেপার ব্যবহার কতে হবে। বিশেষত পুরোনো ফোনে লাইভ ওয়ালপেপার কখনোই ব্যবহার করা উচিৎ নয়।
৬. হার্ডওয়্যার ত্রুটির কারণেও স্মার্টফোন স্লো হতে পারে। সেক্ষেত্রে ওই ব্র্যান্ডের সার্ভিস সেন্টারে গিয়ে যোগাযোগ করতে হবে।