আজ গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন ইভ্যালির এমডি রাসেল

  © ফাইল ফটো

দেশের আলোচিত ই-কমার্স সাইট ইভ্যালির বর্তমান সার্বিক পরিস্থিতি তুলে ধরতে সংবাদ সম্মেলন ডেকেছেন কোম্পানির প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল। আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

মোহাম্মদ রাসেল তার ভেরিফায়েড ফেসবুক আইডিতে এ তথ্য জানিয়েছেন। সেখানে তিনি লিখেছেন, ‘আজ বিকেল ৫টায় সংবাদ সম্মেলন। আমি সেখানে সবকিছুর বর্ণনা দিতে প্রস্তুত আছি।’ সংবাদ সম্মেলনে তিনি বিভিন্ন প্রশ্নের জবাব দেওয়ার পাশাপাশি নতুন পরিকল্পনার কথা ঘোষণা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।

সম্প্রতি একটি শীর্ষস্থানীয় সংবাদপত্রে ইভ্যালি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে প্রতিষ্ঠানটির লেনদেন, গাহক হয়রানিসহ বিভিন্ন বিষয়ে প্রশ্ন তোলা হয়েছে। এর আলোকে সরকারিভাবে বিষয়টি খতিয়ে দেখতে কয়েকটি পদক্ষেপ নেওয়া হয়েছে।

ওই সংবাদ প্রকাশের পর ইভ্যালি তাদের পণ্য বিক্রির নিয়মে পরিবর্তন এনেছে। পূর্বের ক্যাশব্যাকসহ আগেই পণ্যের ‍মূল্য পরিশোধ করার নিয়মের পরিবর্তে এখন ক্যাশ অন ডেলিভারি (সিওডি) সার্ভিস চালুর পাশাপাশি ডিস্কাউন্ট দিয়ে পণ্য বিক্রি শুরু করেছে তারা।

জানা গেছে, গত ২৯ আগস্ট থেকে নতুন পেমেন্ট মেথড চালু করে ইভ্যালি। সে মোতাবেক এখন পেমেন্ট করা যাচ্ছে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে। এছাড়া একটা অর্ডারে ইভ্যালি ব্যালেন্স বা গিফট কার্ড ব্যালেন্স ইউজ করা যাবে। সর্বোচ্চ ৩০ শতাংশ, বাকি অ্যামাউন্ট ক্যাশ অন ডেলিভারি মেথডে পেমেন্ট করা যাবে বলে প্রতিষ্ঠানটির বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সে সময় ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল বলেন, ‘আমাদের সাথে থাকুন। আপনারাই শক্তি। আমরা শুধুমাত্র এমন একটি প্লাটফর্ম তৈরি করতে চেয়েছি যেখানে ক্রেতা-বিক্রেতা উভয়েই উপকৃত হয়।’

তিনি লেখেন, ‘যদি আমরা আপনাকে আগে সর্বোত্তর সার্ভিস দিতে ব্যর্থ হই, তাহলে আমাদের সুযোগ দিন। আমাদের অগ্রগতি দেখুন। আপনার সাথে আমরা এখনও দেশের সবচেয়ে বড় ই-কমার্স প্ল্যাটফর্ম বানাতে পারি। বিশ্বাস রাখুন এবং প্রার্থনা করুন।’


সর্বশেষ সংবাদ