বিশ্বের শীর্ষ ৫ স্মার্টফোন কোম্পানি, চমক শাওমির
করোনা মহামারির প্রভাব পড়েছে স্মার্টফোনের বাজারে। বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন বিক্রেতা প্রতিষ্ঠান তাদের বার্ষিক ফলাফলে নেতিবাচক প্রবৃদ্ধির কথা বলেছে। গত বছরের দ্বিতীয় প্রান্তিকের তুলনায় এ বছর স্মার্টফোনের বাজার ২০ শতাংশ কমেছে।
বাজার গবেষণার আন্তর্জাতিক প্রতিষ্ঠান গার্টনারের সাম্প্রতিক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গার্টনার জানিয়েছে, স্মার্টফোন বাজারে করোনাভাইরাসের নেতিবাচক প্রভাবের কারণে স্মার্টফোন বাজারে আসার সংখ্যা সাড়ে ২৯ কোটিতে নেমে এসেছে। এ ছাড়া এ সময় স্মার্টফোনের চাহিদাও কমতে দেখা যায়।
গার্টনারের হিসাবে বিশ্বের শীর্ষ পাঁচটি স্মার্টফোন কোম্পানির তালিকা তুলে ধরা হলো:
স্যামসাং: চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে স্মার্টফোন বাজারের শীর্ষ স্থানটি দখলে রেখেছে দক্ষিণ কোরিয়ার প্রযুক্তি প্রতিষ্ঠান স্যামসাং। বাজারে ৫ কোটি ৪৭ লাখ ইউনিট স্মার্টফোন ছেড়েছে প্রতিষ্ঠানটি। গত প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি কমেছে ২৭ দশমিক ১ শতাংশ। তবু স্মার্টফোন বাজারের শীর্ষ স্থানটি তাদের দখলে।
হুয়াওয়ে: স্মার্টফোনের বাজারে তরতর করে উঠে যাচ্ছিল চীনা প্রযুক্তি প্রতিষ্ঠান হুয়াওয়ে। তবে বর্তমানে চীন ও যুক্তরাষ্ট্রের বাণিজ্যযুদ্ধের মধ্যে পড়ে বিপদে রয়েছে প্রতিষ্ঠানটি। স্মার্টফোন বাজারে বছরের দ্বিতীয় প্রান্তিকে স্যামসাংয়ের সঙ্গে তীব্র প্রতিদ্বন্দ্বিতা হয়েছে প্রতিষ্ঠানটির। বছরের দ্বিতীয় প্রান্তিকে চীনের বাজারের ৪২ দশমিক ৬ শতাংশ দখল করেছে হুয়াওয়ে। চীনের বাজারে ৫–জি সেবার সুবিধার প্রচারের কারণে তাদের স্মার্টফোন বিক্রি বেড়েছে।
অ্যাপল: স্মার্টফোনের বাজারে তৃতীয় অবস্থানে রয়েছে অ্যাপল। বছরের দ্বিতীয় প্রান্তিকে ৩ কোটি ৮০ লাখ ইউনিট আইফোন বাজারে এনেছে অ্যাপল। স্মার্টফোন বাজারে তাদের দশমিক ৪ শতাংশ প্রবৃদ্ধি কমেছে।
শাওমি: স্মার্টফোনের বাজারে চমক দিয়েছে চীনা স্মার্টফোন ব্র্যান্ড শাওমি। বছরের দ্বিতীয় প্রান্তিকে ২ কোটি ৬০ লাখ ইউনিট স্মার্টফোন বিক্রি করে স্মার্টফোন বাজারের চতুর্থ স্থানটি দখল করেছে শাওমি।
অপো: গার্টনারের হিসাবে স্মার্টফোন বাজারের পঞ্চম স্থানটি এখন অপোর দখলে। বছরের দ্বিতীয় প্রান্তিকে তাদের প্রবৃদ্ধি কমেছে ১৫ দশমিক ৯ শতাংশ। এ সময় অপো ২৩ লাখ ইউনিট স্মার্টফোন বাজারে এনেছে। বর্তমানে স্মার্টফোনের বাজারে ৮ শতাংশ অপোর দখলে।