২০ জুন ২০২০, ১৬:৫৩

শিক্ষা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগ করবে সরকার

জুনাইদ আহমেদ পলক  © ফাইল ফটো

আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, দেশের সেবাধর্মী খাতগুলোতে চতুর্থ শিল্প বিপ্লবের অন্যতম প্রযুক্তি কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার ও প্রয়োগের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এর ধারাবহিকতায় সরকার ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার ও প্রয়োগের লক্ষ্যে পরিবহন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও পরিবশেসহ বেশ কয়েকটি খাত চিহ্নিত করেছে।

বাংলাদেশের স্বাস্থ্যসেবায় কৃত্রিম বুদ্ধিমত্তা (আর্টিফিশিয়াল ইন্টিলিজেন্স) প্রয়োগের সুযোগ ও সম্ভাবনা বিষয়ক দু’দিনব্যাপী প্রথম আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে আজ শনিবার এসব কথা বলেন তিনি।

জুনাইদ আহমেদ পলক বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে মানবসম্পদ উন্নয়ন, সবার জন্য ইন্টারনেট সংযোগ, পোশাক শিল্পে প্রযুক্তি বান্ধব সেবাসহ আইসিটি খাতের উন্নয়নে কাজ করছে।

প্রতিমন্ত্রী পলক আরও বলেন, সরকারের আইসিটি বিভাগ ইতোমধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা বিষয়ক একটি জাতীয় কৌশলও প্রণয়ন করেছে। প্রযুক্তির সর্বোচ্চ বিকাশের লক্ষ্যে সারাদেশে ২৮টি হাইটেক পার্ক, কৃত্রিম বুদ্ধিমত্তাসহ প্রযুক্তি বিষয়ক গবেষণা কার্যক্রমের জন্য চট্টগ্রামে ইউএসটিসির ক্যাম্পাসে বিজনেস সেন্টার নির্মাণসহ বেশকিছু উদ্যোগ রয়েছে।