কাউন্সিলর আসাদের ফেসবুক আইডি হ্যাক

  © ফাইল ফটো

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ২১নং ওয়ার্ডের কাউন্সিলর আসাদুজ্জামান আসাদের ফেসবুক আইডি হ্যাক হয়েছে। এ ঘটনায় গতকাল বুধবার শাহবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন আসাদ।

জিডি সূত্রে জানা গেছে, বুধবার বিকাল সাড়ে ৫ টায় কে বা কারা ‘‘আসাদুজ্জামান আসাদ’’ নামক ফেসবুক আইডি হ্যাক করেছে। সাড়ে ৫টার পর থেকে এই আইডির নিয়ন্ত্রণ নিতে পারছেন না কাউন্সিলর আসাদ।‘‘আসাদুজ্জামান আসাদ’’ আইডি থেকে অনাকাঙ্ক্ষিত কোন বার্তা আদান-প্রদান হলে এর জন্য তিনি দায়ী থাকবেন না।

এ বিষয়ে জানতে চাইলে আসাদ বলেন, এর আগেও আমার ফেসবুক আইডি হ্যাক করা হয়েছিল। এই নিয়ে দ্বিতীয়বার একটি মহল আমার আইডি হ্যাক করেছে। একটি মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে আমাকে ফাঁসাতে এই ঘটনা ঘটানো হয়েছে। যদিও আইডিটি আজ উদ্ধার করা হয়েছে।

আসাদ আরো বলেন, যারা আইডি হ্যাক করেছে তারা আওয়ামীলীগের স্থায়ী কমিটির সদস্য ও গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম এর সামাজিক উন্নয়নমূলক কাজ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছে। এতে আমার ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। যদিও আমি এর কিছুই জানিনা।


সর্বশেষ সংবাদ