গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল অফিসার সোলায়মান আলম

  © টিডিসি ফটো

গ্রামীণফোনের নতুন চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পেয়েছেন সোলায়মান আলম। গত ২২ এপ্রিল বুধবার থেকে তিনি নতুন এ দায়িত্ব শুরু করেছেন। এর আগে তিনি গ্রামীণফোনের ভারপ্রাপ্ত চিফ ডিজিটাল অ্যান্ড স্ট্র্যাটেজি অফিসার হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

আজ সোমাবর প্রতিষ্ঠানটির হেড অব এক্সটার্নাল কমিউনিক্যাশন্স মুহাম্মদ হাসান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সোলায়মান আলম ২০১৬ সালে হেড অব মার্কেটিং হিসেবে তিনি গ্রামীণফোনে তার ক্যারিয়ার শুরু করেন। এরপর ২০১৭ সালে তিনি গ্রামীণফোনের ডিজিটাল ডিভিশনের দায়িত্ব নেন এবং গ্রামীণফোনকে একটি নতুন ডিজিটাল প্রতিষ্ঠানে পরিণত করার মাধ্যমে প্রতিষ্ঠানটির লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

এ নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী ইয়াসির আজমান বলেন, প্রাতিষ্ঠানিক সক্ষমতা, নেতৃত্বের বিকাশে সোলায়মান অসামান্য অবদান রেখেছেন। এ প্রতিষ্ঠানে উদ্ভাবনের মাধ্যমে দ্রুততার সাথে কাজ করার ক্ষেত্রে সে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। ব্যবসায়িক কার্যক্রম, কৌশলগত পদ্ধতি ও উদ্ভাবনী মানসিকতার কারণে সে সুপরিচিত।

সোলায়মান আলম বলেন, এই প্রতিষ্ঠানে কাজ করতে পেরে আমি গর্বিত এবং একইসাথে গ্রামীণফোনের দক্ষ লিডারশিপ টিমের অংশ হতে পেরে আমি কৃতজ্ঞ। গ্রামীণফোন অসাধারণ প্রতিষ্ঠান, এখানে অনেকেই কাজ করেন যারা মেধা বিবেচনায় বৈশ্বিকভাবেও সুপরিচিত।

তিনি বলেন, নতুন এই চ্যালেঞ্জিং পদ নিয়ে আমি রোমাঞ্চিত। বর্তমান সময় পুরো বিশ্ব এবং আমাদের জন্য বেশ চ্যালেঞ্জিং। সমাজের ক্ষমতায়নে আমাদের কৌশলগত লক্ষ্য নিয়ে কাজ করার এখনই সুযোগ। ডিজিটাল রূপান্তরের অগ্রণী প্রতিষ্ঠান হিসেবে, গ্রামীণফোন ইতিমধ্যেই যা অর্জন করেছে তা নিয়ে আমি গর্বিত এবং ডিজিটাল উদ্ভাবন ও সক্ষমতা বিকাশের মাধ্যমে ব্যবসায়িক প্রবৃদ্ধির বিষয়ে আমাদের অঙ্গীকারকেও আমি পুর্নব্যক্ত করতে চাই।

গ্রামীণফোনে যোগদানের পূর্বে সোলায়মান আলম বেশ কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানে দায়িত্বশীল পদে কাজ করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা প্রশাসন ইনস্টিটিউট থেকে বিবিএ সম্পন্ন করেন।


সর্বশেষ সংবাদ