২৪ এপ্রিল ২০২০, ১০:৫৪

হোয়াটসঅ্যাপ বট জানাবে করোনার সব তথ্য

  © টিডিসি ফটো

ওভার দ্য টপ বা ওটিটি সেবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে জানা যাবে নভেল করোনাভাইরাস সম্পর্কিত সব তথ্য। এজন্য দেশে হোয়াটসঅ্যাপ বট চালু করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সরকারের আইসিটি বিভাগ আয়োজিত অনলাইন সংবাদ সম্মেলনে এই বটের উদ্বোধন করেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।

অনলাইন সংবাদ সম্মেলনে জানানো হয়, হোয়াটসঅ্যাপ বট চ্যাটবট বা বিশেষ সফটওয়্যার প্রোগ্রাম যা স্বয়ংক্রিয়ভাবে আপনার প্রশ্নের উত্তর দেবে। এখানে বাংলা ও ইংরেজি ‍দু’ভাবেই প্রশ্ন করা যাবে। ইংরেজি ‘Hello’ বা বাংলায় ‘হ্যালো’ লিখলে হোয়াটসঅ্যাপ বট সাড়া দেবে। তারপরও সেখানে আসা প্রশ্নগুলো থেকে প্রশ্নকর্তার প্রয়োজনীয় প্রশ্ন নিয়ম অনুযায়ী প্রশ্ন করলে সঠিক উত্তর পাওয়া যাবে। এই গ্রুপে যোগ দিতে হলে মোবাইলে +৮৮০১৬৭৮৩৮০০৫৬ নম্বর সেভ করতে হবে। এরপরে হোয়াটসঅ্যাপে গেলে পাওয়া যাবে ‘কোভিড-১৯ হোয়াটসঅ্যাপ বট’ গ্রুপ। এতে কারিগরি সহায়তা দিচ্ছে নূরা হেলথ।

প্রধান অতিথির বক্তব্যে জুনাইদ আহমেদ পলক বলেন, বাংলাদেশে সাড়ে তিন কোটি হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী রয়েছেন। হোয়াটসঅ্যাপ বট জানাবে করোনাভাইরাস সম্পর্কিত সব তথ্য। আমরা আশাবাদী মানুষ। প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে কোভিড-১৯ মোকাবিলা করতে চাই। হোয়াটসঅ্যাপ বট হবে প্রযুক্তির আরেকটি হাতিয়ার।

তিনি আরও বলেন, আমরা প্রযুক্তির মাধ্যমে সবার কাছে সঠিক তথ্যটি পৌঁছে দিতে চাই। দিতে চাই করোনাভাইরাস সম্পর্কিত জরুরি পরামর্শ, প্রয়োজনীয় সঠিক তথ্য, দেশ বিদেশের সার্বিক চিত্র ইত্যাদি। আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ব স্বাস্থ্য সংস্থার স্ট্যান্ডার্ড মেনে তথ্য জানানোর এই আয়োজনটি করেছি। আমরা সব পক্ষের সঙ্গে সমন্বয় করেই এখানে তথ্য আপ করবো।

সংবাদ সম্মেলনে যুক্ত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (পরিকল্পনা ও গবেষণা) ডা. ইকবাল কবীর। তিনি বলেন, এই গ্রুপে যেসব তথ্য রয়েছে তা প্রি-লোডেড। তবে যেসব তথ্য আছে সেগুলো আপডেটেড এবং সঠিক। আমরা সব পক্ষের সঙ্গে সমন্বয় করে শিগগিরই ‘লাইভ’ তথ্যে চলে যাবো।

সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন হোয়াটসঅ্যাপের দক্ষিণ পূর্ব এশিয়ার পরিচলাক শিবনাথ থাকরাল প্রমুখ। অনলাইন সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, আগামীতে ফেসবুক ও মেসেঞ্জারেও এই গ্রুপ চালু করা হবে।