২০ এপ্রিল ২০২০, ১৭:০৯

কর্মকর্তা করোনায় আক্রান্ত, সোনালী ব্যাংকের শিল্প ভবন শাখা লকডাউন

  © সংগৃহীত

রাজধানীর দিলকুশা শিল্প ভবনের সোনালী ব্যাংকের কর্পোরেট শাখা লকডাউন ঘোষণা করা হয়েছে।ওই শাখঅয় ব্যাংকের এক কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এ পদক্ষেপ নেয়া হয়েছে।

লকডাউনের বিষয়টি নিশ্চিত করেছেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আতাউর রহমান প্রধান। তিনি জানান, শিল্প ভবন কর্পোরেট শাখার এক কর্মকর্তার কোভিড-১৯ পরীক্ষার পর পজেটিভ এসেছে। তাই শাখাটি বন্ধ রাখা হয়েছে।

তিনি বলেন, যে কর্মকর্তা করোনায় আক্রান্ত হয়েছেন, তার সঙ্গে আরো চার কর্মী ছিল। এজন্যশাখার সবাইকে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। আপাতত ব্যাংকের শাখাটি বন্ধ থাকবে। বন্ধ শাখার কার্যক্রম মতিঝিল দিলকুশা শাখায় হবে বলেও জানান তিনি।

এর আগে অগ্রণী ব্যাংকের প্রধান শাখায় এক কর্মকর্তার করোনা সন্দেহে তা লকডাউন করা হয়। পরে পরীক্ষায় করোনা নেগেটিভ এলে লকডাউন প্রত্যাহার করা হয়েছে।

এর বাইরে ব্যাংক এশিয়া ও মার্কেন্টাইল ব্যাংকের শাখাও বন্ধ হয়েছে। বেশ কয়েকজন ব্যাংকার করোনার আক্রান্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।