০২ এপ্রিল ২০২০, ১৯:০১
স্বাস্থ্যকর্মীদের ফ্রি পরিবহন সেবা দেবে উবার
দ্য আর্থ সোসাইটির প্রকল্প ‘ক্র্যাক প্লাটুনে’র অংশীদার হয়ে সেবাকর্মীদের বিনামূল্যে পরিবহন সেবা দেবে অ্যাপভিত্তিক পরিবহন সেবাদাতা প্রতিষ্ঠান উবার।
এ প্রসঙ্গে উবারের পক্ষ থেকে বলা হয়েছে: স্বাস্থ্যকর্মীদের ৪০টির বেশি হাসপাতালে যাতায়াতের সুবিধা দিতে এবং কোভিড-১৯–এর সংক্রমণ রোধে সরকারকে সহায়তা করতে চালু হয়েছে ক্র্যাক প্লাটুন।
আরও বলা হয়েছে: ক্র্যাক প্লাটুনের সঙ্গে অংশীদারত্বের মাধ্যমে হাসপাতালগুলো তাদের বৈশ্বিক দক্ষতা ও চালকদের নেটওয়ার্ক ব্যবহার করতে পারবে। এতে চিকিৎসক ও অন্য স্বাস্থ্যকর্মীরা বাসা থেকে হাসপাতাল এবং হাসপাতাল থেকে বাসায় যাতায়াতে তাদের সার্ভিস ব্যবহার করতে পারবে।