১৮ জানুয়ারি ২০২০, ১৮:০০
২১ সালের মধ্যে অপটিক ক্যাবলের আওতায় আসছে সারাদেশ
২০২১ সালের মধ্যে দেশের প্রতিটি এলাকা ‘ফাইবার অপটিক ক্যাবল’র আওতায় আসবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
শনিবার (১৮ জানুয়ারি) সকালে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ডিজিটাল বাংলাদেশ মেলা উপলক্ষে আয়োজিত এক সেমিনারে একথা বলেন তিনি। প্রযুক্তিখাতে বিকাশের পাশাপাশি দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উদ্যোগ নেয়া হচ্ছে বলেও জানান মোস্তাফা জব্বার।
এজন্য সব স্তরের শিক্ষা কার্যক্রমে তথ্যপ্রযুক্তি শিক্ষা অর্ন্তভুক্ত করা হচ্ছে। দেশের অগ্রগতিতে সরকার নানা কার্যকর উদ্যোগ নিলেও সরকারি দপ্তরগুলোর মধ্যে সমন্বয়ের অভাবে তার যথাযথ প্রয়োগ হচ্ছে না বলে মন্তব্য করেন, সাবেক জ্যেষ্ঠ সচিব শ্যামসুন্দর শিকদার।