‘কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ন্যানো প্রযুক্তি’ শীর্ষক আলোচনা সভা
‘গবেষকদের সঙ্গে এক বিকেল: কৃত্রিম বুদ্ধিমত্তা থেকে ন্যানো প্রযুক্তি’ শিরোনামের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩১ ডিসেম্বর) রাজধানীর সিএ ভবনের পঞ্চম তলায় এ আলোচনার সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় ঢাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীদের মুখোমুখি হন যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে গবেষণারত ১৪ বাংলাদেশী গবেষক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব রচেস্টারের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক এহসান হক।
সভায় গবেষকরা তাদের জীবনের গল্প শিক্ষার্থীদের সামনে তুলে ধরেন। জীবনের নানা প্রতিকূলতা পেরিয়ে কীভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে তা আলোচনা করেন। এছাড়া কীভাবে ন্যানো প্রযুক্তি দৈনন্দিন জীবনে অপরিহার্য হয়ে উঠছে সে বিষয়ে আলোচনা করেন। এসময় গবেষকরা অনুষ্ঠানে আগত শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের মেরিন বিশ্ববিদ্যালয়ের যন্ত্রকৌশল বিভাগের সহকারী অধ্যাপক বশির খোদা, স্টেট ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সিভিল অ্যান্ড এনভায়োরনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক নিরুপম আইচ, ওয়েস্টার্ন ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক শামিম আহমেদ, মৌসুমী শারমিন, যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব টেক্সাস (ডালাস)-এর কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক লতিফুর খান, টেক্সাস এ অ্যান্ড এম বিশ্ববিদ্যালয়ের কেমিকৌশল বিভাগের সহকারী অধ্যাপক ফারুক হাসান, সমাজকর্ম বিভাগের সহকারী অধ্যাপক নেদিন মুরশিদ, ইউনিভার্সিটি অব ফ্লোরিডা কলেজের ডেন্ট্রিস্ট্রি বিভাগের সহকারী অধ্যাপক উপমা গুহ, ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির ডিপার্টমেন্ট অব সিভিল অ্যান্ড এনভায়োরনমেন্টাল ইঞ্জিনিয়ারিংয়ের পোস্ট ডক্টরাল ফেলো মো. সামি হাসনাইন, মিসৌরি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক রাজীব ইকবাল, কম্পিউটার বিজ্ঞান ও সাইবার সিকিউরিটি বিভাগের সহকারী অধ্যাপক তাইয়াবুল হক, মিশিগানের ওয়েনি স্টেট ইউনিভার্সিটির কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অমিয়াংশ বসু এবং ওয়েস্টার্ন ক্যারোলিনা ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক এএমএম নাজমুল আহসান।