১৯ ডিসেম্বর ২০১৯, ১৮:৪৩

শেফ’স টেবিলে মিলবে কোকা-কোলা

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অতিথিরা  © টিডিসি ফটো

রাজধানীর জনপ্রিয় রেস্তোরাঁ ‘শেফ’স টেবিল কোর্টসাইডে’ এখন থেকে কোকা-কোলার সকল পানীয় পাওয়া যাবে। সম্প্রতি কোকা-কোলা কোম্পানির বোতল প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল বেভারেজেস প্রাইভেট লিমিটড’ (আইবিপিএল) এবং শেফ’স টেবিলের মধ্যে এ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

সাতারকুলের ইউনাইটেড সিটির ‘শেফ’স টেবিল কোর্টসাইডে আয়োজিত অনুষ্ঠানে ‘আইবিপিএল’ এর পক্ষে এমডি তাপস কুমার মণ্ডল ও ইউনিমার্ট লিমিটেডের পক্ষে সিইও মুরতুজা জামান চুক্তি স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।