১৯ ডিসেম্বর ২০১৯, ১২:২০

এক চার্জে দুইদিন চলবে এই স্মার্টফোন

  © ইন্টারনেট

সম্প্রতি বিশ্ব বাজারে নকিয়া ২.৩ লঞ্চ করেছিল এইচএমডি গ্লোবাল। বাজেট সেগমেন্টে শাওমি ও রিয়েলমিকে টেক্কা দিতে এবার ভারতেও ছাড়া হয়েছে এই স্মার্টফোন। বুধবার ভারতে লঞ্চ হয়েছে নকিয়া ২.৩।

কোম্পানি জানিয়েছে নতুন এই ফোন কিনলে প্রথম এক বছরে হার্ডওয়্যারে যে কোন সমস্যা হলে বিনামূল্যে বদলে দেওয়া হবে। বাজেট সেগমেন্টের নতুন এই ফোনে অ্যান্ড্রয়ের ৯.০ পাই অপারেটিং সিস্টেম চলবে।

লঞ্চের সময় কোম্পানি জানিয়েছে ভবিষ্যতে এই ফোনে অ্যান্ড্রয়েড ১০ আপডেট পৌঁছে যাবে। নোকিয়া ২.৩ ফোনে থাকছে একটি গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন। যে কোন সময় এই বাটন প্রেস করে গুগল অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করা যাবে। লঞ্চের সময় কোম্পানি দাবি করেছে এক চার্জে দুই দিন চলবে এই স্মার্টফোন।

নোকিয়া ২.৩ এর দাম ভারতে রাখা হয়েছে আট হাজার ১৯৯ রুপি। ২জিবি র‌্যাম+ ৩২জিবি স্টোরেজে ভারতে এই ফোন পাওয়া যাবে। ২৭ ডিসেম্বর শুরু হচ্ছে বিক্রি। ভারতে কোম্পানির অফিশিয়াল অনলাইন শপ ও বিভিন্ন অফলাইন স্টোর থেকে পাওয়া যাবে নোকিয়া ২.৩।

ডুয়াল সিমের নোকিয়া ২.৩ ফোনে অ্যান্ড্রয়েড ৯.০ পাই অপারেটিং সিস্টেম চলবে। এই ফোনে রয়েছে একটি ৬.২ ইঞ্চি এইচডি+ ডিসপ্লে। ফোনের ভিতরে থাকছে অক্টাকোর মিডিয়াটেক হেলিও এ২২ চিপসেট থাকছে।

ছবি তোলার জন্য ফোনের পিছনে ডুয়াল ক্যামেরা থাকছে। ক্যামেরায় থাকছে একটি ১৩ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর। সাথে থাকছে ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর। কোম্পানি জানিয়েছে এই ক্যামেরায় ভালো ছবি তোলা লক্ষ্যে শাটার বাটন প্রেস করার আগেই ১৫টা ছবি তুলতে থাকে নোকিয়া ২.৩।

ফোনের পিছনে ডুয়াল ক্যামেরার সাথে থাকছে এলইডি ফ্ল্যাশ। সেলফি তোলার জন্য এই ফোনে থাকছে একটি ৫ মেগাপিক্সেল ক্যামেরা। ৩.৫ মিমি অডিও জ্যাক। ফোনের ভিতরে থাকছে চার হাজার মিলি অ্যাম্পিয়ার ব্যাটারি।