০৬ ডিসেম্বর ২০১৯, ২০:২০

৪৫ টাকা দরে ৫ থানায় বিক্রি হবে পেঁয়াজ

  © ফাইল ফটো

ক্রমাগত দাম বৃদ্ধি পাওয়ায় পেঁয়াজ নিয়ে নাভিশ্বাস বাংলাদেশের সর্বস্তরের মানুষের মধ্যে। এবার সে পেঁয়াজ মাত্র ৪৫ টাকায় বিক্রি করার উদ্যোগ নিয়েছে পুলিশ নারী কল্যাণ সমিতির। সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিতে এ উদ্যোগ নেয়া হয়েছে বলে জানা যায়।

শনিবার (৭ ডিসেম্বর) সকাল ১০ থেকে নগরীর ৫ থানা প্রাঙ্গণে এক যোগে শুরু হবে এ কার্যক্রম।

চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)’র ৫ থানায় টানা সাত দিন ধরে বিক্রি হবে পেঁয়াজ। উদ্যোগের অংশ হিসেবে মোট ৩৫ টন পেঁয়াজ বিক্রি করা হবে বলে জানিয়েছেন উদ্যোক্তারা।

এ বিষয়ে সিএমপি’র কমিশনার মাহাবুবর রহমান বলেন, পেঁয়াজ নিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে এ উদ্যোগ নেয়া হয়েছে। এ উদ্যোগের ফলে সাধারণ মানুষ কিছুটা হলেও স্বস্তি পাবে। মোট সাত দিন নগরীর পাঁচ থানায় এ কার্যক্রম চলবে।

জানা যায়, পুলিশ নারী কল্যাণ সমিতির উদ্যোগে শনিবার সকাল ১০টা থেকে সিএমপি’র কোতোয়ালী, খুলশী, পাহাড়তলী, চান্দগাঁও ও ইপিজেড থানায় পেঁয়াজ বিক্রি করা হবে। প্রত্যেক থানা প্রাঙ্গণে এক টন করে প্রতিদিন মোট পাঁচ টন পিয়াজ বিক্রি হবে। একজন ক্রেতা সর্বোচ্চ ১ কেজি করে পেঁয়াজ ক্রয় করতে পারবেন।