২৫ আগস্ট ২০১৯, ১৬:০৬

ফ্রিল্যান্স মার্কেটিংয়ে বিশ্বে বাংলাদেশের অবস্থান ৮ম

  © ফাইল ছবি

বিশ্বজুড়ে মানুষ অধিক হারে অনলাইনের মাধ্যমে আয় উপার্জন বাড়াচ্ছে। এ প্রক্রিয়ার মাধ্যমে অনেকে ঘরে বসেই এখন কোটিপতি বনে যাচ্ছেন। বাংলাদেশীরাও এক্ষেত্রে পিছিয়ে নেই। সম্প্রতি বিশ্বব্যাপী অর্থ লেনদেন বিষয়ক প্লাটফর্ম পাইওনিয়ারস গ্লোবাল গিগ ইকোনমি ইনডেস্ক প্রকাশিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রভাবশালী ম্যাগাজিন ফোরবসে। এতে দেখা যায় বিশ্বজুড়ে ফ্রিল্যান্স মার্কেটে বাংলাদেশের অবস্থান ৮ম।

ফ্রিল্যান্স মার্কেটের শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপর পর্যায়ক্রমে অবস্থান বৃটেন, ব্রাজিল, পাকিস্তান, ইউক্রেন, ফিলিপাইন, ভারত। বাংলাদেশের পরে আছে রাশিয়া ও সার্বিয়া।

সূচক অনুযায়ী, যুক্তরাষ্ট্রে আগের বছরের তুলনায় এ বছরের প্রথম ৬ মাসে আয় বৃদ্ধি পেয়েছে শতকরা ৭৮ ভাগ। বৃটেনে শতকরা ৫৯ ভাগ। ব্রাজিলে শতকরা ৪৮ ভাগ। পাকিস্তানে শতকরা ৪৭ ভাগ। ইউক্রেনে শতকরা ৩৬ ভাগ। ফিলিপাইনে শতকরা ৩৫ ভাগ। ভারতে শতকরা ২৯ ভাগ। বাংলাদেশে শতকরা ২৭ ভাগ। রাশিয়ায় শতকরা ২০ ভাগ। সার্বিয়ায় শতকরা ১৯ ভাগ।

পাইওনিয়ার নেটওয়ার্কের তিন লক্ষাধিক ফ্রিল্যান্সারের নমুনার ওপর ভিত্তি করে এই সূচক তৈরি করা হয়েছে।