হোয়াটসঅ্যাপে নতুন চার ফিচারের আপডেট শুরু
জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ চারটি নতুন ফিচারের আপডেট হওয়া শুরু হয়েছে।ফেসবুকের অধীন অ্যাপটির সংশ্লিষ্টরা জানিয়েছেন, ধীরে ধীরে আপডেট দেওয়া হচ্ছে। এজন্য তাৎক্ষণিকভাবে সব ব্যবহারকারী ফিচারগুলো নাও পেতে পারেন।
ফিঙ্গারপ্রিন্ট লক: আইওএস ডিভাইসে এই ফিচার আগেই এসেছে। প্রায় সাত মাস পর একই ফিচার অ্যান্ড্রয়েডে এল। হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা তাদের বায়োমেট্রিক তথ্য যেমন ফেস আইডি, টাচ আইডি দিয়েই অ্যাপের ডেটা সুরক্ষিত করতে পারবেন। এ জন্য অ্যান্ড্রয়েডের বেটা সংস্করণ ব্যবহার করতে হবে।
হোয়াটসঅ্যাপ থেকে ফেসবুক: ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের সেটিংস সেকশন থেকেই সরাসরি ফেসবুকে চলে যেতে পারবেন।
মেসেজ ফরোয়ার্ডের তথ্য: ব্যবহারকারীর মেসেজ কতবার ফরোয়ার্ড করা হচ্ছে সেটি এখন থেকে জানা যাচ্ছে। নতুন ফিচারে কোনও মেসেজ পাঁচ বারের বেশি শেয়ার করলে সেখানে তথ্য দেখানো হচ্ছে।
ধারাবাহিক ভয়েস মেসেজ: এই ফিচারটি আইওএসে আগেই এসেছে। এবার এল অ্যান্ড্রয়েডে। সব ধরণের ব্যবহারকারী এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে একটার পর একটা ভয়েস মেসেজ শুনতে পাবেন। এক্ষেত্রে প্রথমে ভয়েস মেসেজের একটি নোটিফিকেশন পাঠানো হবে, পরবর্তী ভয়েস মেসেজগুলো নিজের থেকেই চলতে শুরু করবে।