রিকন্ডিশন যন্ত্রাংশের সম্ভাবনাময় শিল্প ‘ধোলাইখাল ব্র্যান্ড’
গাড়ির ক্ষুদ্র পার্টস থেকে শুরু করে ইঞ্জিনসহ যে কোন ধরনের যন্ত্রাংশ পাওয়া যায় পুরান ঢাকার ধোলাইখালে। সারাদেশে এটি এখন ‘ধোলাইখাল ব্র্যান্ড’ নামে পরিচত হয়ে উঠেছে।। ধোলাইখাল ব্র্যান্ডের কারিগররা বাইসাইকেল থেকে শুরু করে সব ধরনের গাড়ি, ট্রাক্টর, ক্রেন এমনকি ট্রেনের বগির যাবতীয় যন্ত্রাংশ অনায়াসে প্রস্তুত করছেন।
অনুসন্ধানে জানা যায়, ধোলাইখাল ও পার্শ্ববর্তী এলাকায় ছোট-বড় সব মিলিয়ে বিশ হাজারেরও অধিক ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ বা হালকা প্রকৌশল শিল্পের দোকান/কারখানা। এসব যায়গায় কাজ করে প্রায় লক্ষাধিক শ্রমিক। তবে এখানকার শ্রমিকদের বেশির ভাগেরই শিক্ষাগত যোগ্যতা নেই, নেই পুঁথিগত কারিগরি শিক্ষা। হাতের অভিজ্ঞতা আর চোখের মাপে তারা নিখুঁত থেকে নিখুঁততর মেশিনারি পার্টস তৈরি করেন। দেশের বাজারে এ শিল্পের এতটাই চাহিদা যে, ক্রেতারা যন্ত্রাংশ তৈরির জন্য উদ্যোক্তাদের অগ্রিম অর্থ দিয়ে বুকিং দিয়ে রাখছেন। প্রচলিত আছে সারাদেশে যে যন্ত্রাংশ পাওয়া যায় না তা পাওয়া যাবে এ ধোলাইখালে আর না থাকলে এখানকার কারিগররা তা তৈরী করে দেন। অথচ দুই দশক আগেও বিভিন্ন শিল্প ও পরিবহন খাতের যন্ত্রাংশের পুরোটাই আমদানি করা হতো। মোটর পার্টসের দোকান ছাড়াও এখানে রয়েছে ড্রামশিট, লেদ মেশিন, পুরনো লোহা-লক্কড়ের দোকান। লাইনার, পিস্টন, বিয়ারিং থেকে শুরু করে দেশি-বিদেশি মোটর পার্টস, গাড়ির ব্রেকড্রাম, ইঞ্জিন, কার্টিজ, সকেট, জগ, জাম্পার, স্প্রিং, হ্যামার, ম্যাকেল জয়েন্ট, বল জয়েন্টসহ নানা সামগ্রী তৈরি হচ্ছে এখানেই।
এছাড়াও ভালো রিকন্ডিশন্ড পার্টসের জন্য দেশব্যাপী সুনাম রয়েছে ধোলাইখালের। ইতিমধ্যে ধোলাইখাল পরিণত হয়েছে মিনি মোটর ইন্ডাস্ট্রিয়াল জোনে। পুরান ঢাকার ধোলাইখাল, মৌশুন্ডি, নবাবপুর, টিপু সুলতান রোড, বনগ্রাম, ওয়ারী ও পার্শ্ববর্তী এলাকায় এ শিল্পের বিস্তৃতি ঘটেছে।
এ প্রসঙ্গে ধোলাইখাল টং মার্কেট দোকান মালিক সমিতির সভাপতি আফসার উদ্দীন বলেন, ধোলাইখালের ব্যবসা গড়ে উঠেছে মূলত ব্যবসায়ীদের নিজস্ব উদ্দ্যেগে। এখানকার তৈরী বিভিন্ন যন্ত্রাংশ বিদেশেও রপ্তানী হচ্ছে, আর এর মাধ্যমে আয় হচ্ছে বৈদেশিক মুদ্রা। সরকার যদি স্বল্প সুদে এ শিল্পে ঋণের ব্যবস্থা করে, তাহলে আমরা দেশের অর্থনৈতিক খাতে আরো বেশী অবদান রাখতে পারব।
বিভিন্ন ধরনের যন্ত্রাংশ ছাড়াও নতুন আধুনিক যন্ত্রপাতি তৈরি হচ্ছে পুরান ঢাকার ধোলাইখালে। দেশীয় চাহিদার প্রায় ৫০ শতাংশ পূরণ করে বিদেশেও রপ্তানি করছেন শিল্পোদ্যোক্তারা। ধোলাইখাল ব্র্যান্ডের উদ্যোক্তারা বিভিন্ন সরকারি-আধাসরকারি প্রতিষ্ঠানে সাব-কন্ট্রাক্টের মাধ্যমে যন্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করে বিদেশ নির্ভরতা কমিয়ে এনেছেন। বাংলাদেশ রেলওয়ে, বাংলাদেশ জুট মিলস করপোরেশন, বাংলাদেশ টেক্সটাইলস মিলস করপোরেশন, সিভিল এভিয়েশন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশন, বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতর, বন্দর ও সমুদ্র পরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ, তিতাস, বাখরাবাদ ও জালালাবাদ গ্যাস কোম্পানি, চিনি ও খাদ্য শিল্প করপোরেশনসহ বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিতভাবে যন্ত্র ও যন্ত্রাংশ সরবরাহ করা হচ্ছে এখান থেকে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে অপার সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে পুরান ঢাকার ‘ধোলাইখাল ব্র্যান্ড’।