ইচ্ছেমতো ফেসবুক বা ইউটিউবে কিছু প্রচার করা যাবে না

  © টিডিসি ফটো

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, চলতি বছরের শেষ দিকে বাংলাদেশ ফেসবুক-ইউটিউবে হস্তক্ষেপ করার ক্ষমতা অর্জন করবে। এখন যেকোনো ওয়েবসাইট নিয়ন্ত্রণে সক্ষমতা অর্জন করেছে দেশ বলেও জানান তিনি।

ক্ষমতাসীন দল আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির উদ্যোগে আয়োজিত ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ’ শীর্ষক অনুষ্ঠানে মন্ত্রী জব্বার এ কথা বলেন। আজ শনিবার দুপুরে শিল্পকলা একাডেমিতে এই অনুষ্ঠান হয়।

ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী বলেন, সামাজিক মাধ্যমে যখন স্ট্যাটাস দেয়া হয় বা ভিডিও প্রচার করা হয়, সেগুলোর ব্যাপারে তাৎক্ষণিক ব্যবস্থা নেয়া সম্ভব হয় না। শিগগিরই এ ক্ষেত্রে হস্তক্ষেপ করতে সক্ষমতা অর্জন হবে। আগামী সেপ্টেম্বরের পর এ ব্যাপারে হস্তক্ষেপ করা যাবে। তখন ইচ্ছেমতো ফেসবুক বা ইউটিউবে কিছু প্রচার করা যাবে না।


সর্বশেষ সংবাদ