৩০ এপ্রিল ২০১৯, ১৭:২৩

শেষ হল পিক্সমামার ‘নারীর চোখে বাংলাদেশ’ অনুষ্ঠান

বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন জুনাইদ আহমেদ পলক এমপি  © টিডিসি ফটো

দেশের সর্বপ্রথম ডিজিটাল কনটেন্ট মার্কেটপ্লেস পিক্সমামার উদ্যোগে বাংলাদেশে নারী ফটোগ্রাফারদের জন্য আয়োজিত ‘নারীর চোখে বাংলাদেশ’ শীর্ষক ফটো প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার রাজধানীর রবি কর্পোরেট অফিসে প্রতিযোগিতাটির পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্যদিয়ে এবারের আয়োজনের সমাপ্ত ঘোষণা করা হয়েছে। মূলত নারী ফটোগ্রাফারদের সৃষ্টিশীলতাকে পৃষ্ঠপোষকতার মাধ্যমে ফটোগ্রাফি পেশায় তাদের উৎসাহী করতে এ প্রতিযোগিতাটির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি। তিনি এ সময় পিক্সমামার মোবাইল অ্যাপেরও উদ্বোধন করেন। গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপটি ডাউনলোড করা যাবে। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক বিজয়ী দেশের প্রথম মহিলা ফটোগ্রাফার সাইদা খানম। আলোকচিত্র শিল্পে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘আজীবন সম্মাননা’ পদক প্রদান করে পিক্সমামা।

এ সময় রবির ঊর্ধ্বতন কর্মকর্তাসহ কোম্পানিটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমদ এবং পিক্সমামার সিইও মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় দেশের বিভিন্ন প্রান্তের ২শ’র এর বেশি নারী ফটোগ্রাফার ১০ হাজারের বেশি ফটো জমা দেন। মোট দুটি ধাপে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে পিক্সমামার ডিজিটাল প্লাটফর্মে নারীদের ফটোআপলোডের সংখ্যার ওপর ভিত্তি করে তিন জন বিজয়ী নির্বাচন করা হয়।

দ্বিতীয় ধাপে বিচারকরা উন্মুক্ত ভোটের জন্য ৫০টি ছবি মনোনীত করেন। এগুলোর মধ্যে সর্বোচ্চ ভোট পাওয়া ৬টি ছবি প্রতিযোগিতায় বিজয়ী হয়।

এ প্রতিযোগিতায় সর্বোচ্চ ফটো আপলোড করে প্রাইজমানি হিসেবে ২৫ হাজার টাকা জিতেছেন ফারহানা আক্তার। এই ক্যাটাগরিতে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী যথাক্রমে অনিন্দিতা রায় ও মুন্নী আকন্দ পেয়েছেন ১৫ হাজার ও ১০ হাজার টাকা।

উন্মুক্ত ভোটের মাধ্যমে বিজয়ী হয়েছেন নওরিন আনসারি, রাফিয়া রিতু, নাফিয়া আনজুম, শামা আনিকা, আফরিন মাহী ও সাদিয়া আক্তার উমামা। বিজয়ী প্রত্যেকটি ছবি ৩ হাজার টাকা করে কিনে নেয় পিক্সমামা। পুরস্কারের পাশাপাশি বিজয়ীদের ক্রেস্ট, সার্টিফিকেট ও টি-শার্ট উপহার দেয়া হয়।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে ও সাংস্কৃতিক ঐতিহ্য তুলে ধরায় রবি অসামান্য ভূমিকা রেখে চলেছে। ‘নারীর চোখে বাংলাদেশ’র মতো অনুষ্ঠানের আয়োজন দেশের নারী আলোকচিত্রীদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠা পাওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে।

রবির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মাহতাব উদ্দিন আহমেদ বলেন, নারীর চোখে বাংলাদেশ প্রতিযোগিতায় ২ শ’ নারী ফটোগ্রাফার অংশ নিয়েছেন জানতে পেরে আমি অত্যন্ত আনন্দিত হয়েছি। আমি মনে করি এ উদ্যোগ দেশের ডিজিটাল অগ্রযাত্রায় বিশেষ ভূমিকা রাখবে।

পিক্সমামা সম্পর্কে:

পিক্সমামা হলো ই-কমার্সভিত্তিক একটি ফটো শেয়ারিং প্লাটফর্ম যেখানে ফটোগ্রাফাররা নিজেদের তোলা ছবি বিক্রি করতে পারেন। যে সব তরুণ ফটোগ্রাফিকে পেশা হিসেবে নিতে চান, তাদের প্রতিভা বিকাশের সেতুবন্ধন হিসেবে কাজ করে এ প্লাটফর্ম। রবির কর্মীদের ডিজিটাল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নেয়া আর-ভেঞ্চার প্রকল্পের আওতায় পিক্সমামা স্বাধীন ব্যবসা হিসেবে কার্যক্রম পরিচালনা করছে।

রবি সম্পর্কে:

এশিয়ার টেলিযোগাযোগ বাজারের অন্যতম কোম্পানি আজিয়াটা গ্রুপ বারহাদের (মালয়েশিয়া) একটি কোম্পানি হচ্ছে রবি আজিয়াটা লিমিটেড (রবি)। এটি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইল ফোন অপারেটর। অপারেটরটি ডিজিটাল সেবা চালুর দিক থেকে অনেক ক্ষেত্রে পথিকৃতের ভূমিকা পালন করে আসছে। দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় মোবাইল নেটওয়ার্ক পৌঁছে দেয়ার জন্য ব্যাপকভাবে বিনিয়োগ করেছে কোম্পানিটি। রবিতে ভারতী এয়ারটেল এবং এনটিটিডকোমো ইনকর্পোরেশনের আংশিক মালিকানা রয়েছে।