১৮ মার্চ ২০১৯, ১৮:৫৬

তিন দিনব্যাপী রাজশাহীতে বিজ্ঞান মেলা শুরু

রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিবৃন্দ।  © টিডিসি ফটো

ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের সহায়তায় রাজশাহী জেলা প্রশাসন উদ্যোগে রাজশাহীতে তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা শুরু হয়েছে। মেলাটি রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের অডিটোরিয়ামে শুরু হয়। ‘বিজ্ঞান ও প্রযুক্তি, অগ্রগতির মূল শক্তি’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে ৪০তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে এ মেলার আয়োজন করা হয়।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে রাজশাহী বিভাগীয় কমিশনার মো. নূর-উর-রহমান এ মেলার উদ্বোধন ঘোষণা করেন । মেলা আগামী ২০ মার্চ পর্যন্ত চলবে।

রাজশাহী জেলা প্রশাসক এসএম আব্দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, রাজশাহী কলেজের প্রফেসর মুহা. হাবিবুর রহমান, রাজশাহী মডেল স্কুল অ্যান্ড কলেজের প্রফেসর আকবর হোসেন।

অনুষ্ঠান উপস্থিত বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর বাংলাদেশ গড়ে তুলতে বিজ্ঞান শিক্ষা খুবই গুরুত্বপূর্ণ। তাই বিজ্ঞান শিক্ষাকে এগিয়ে নিতে আরো নতুন নতুন চিন্তা চেতনার প্রসার ঘটাতে হবে। কোচিং বাণিজ্য নির্ভর না হয়ে নিয়মিত বিজ্ঞান চর্চার অভ্যাস গড়ে তুলতে হবে। তাহলেই ক্ষুদে বিজ্ঞানীরা নিজেকে যোগ্য নাগরিক হিসেব গড়ে তুলতে সক্ষম হবে।

বক্তারা আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালের মধ্যে বাংলাদেশকে উন্নত দেশ হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন দেখছেন তা বাস্তবায়ন করতে বেশি বেশি বিজ্ঞান চর্চা করতে হবে। যার জন্য উদীয়মান তরুণ ক্ষুদে বিজ্ঞানীদের এগিয়ে আসার আহবান জানান বক্তারা।