শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে ওয়েবসাইট দিচ্ছে উইজটেক বিডি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করে দেওয়ার ঘোষণা দিয়েছে উইজার্ড টেকনোলজি বাংলাদেশ (উইজটেক বিডি)। কেবল মাত্র অলাভজনক সামাজিক সংগঠনগুলোকে বিনামূল্যে ওয়েবসাইট তৈরি করে দিবে তারা।
প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও ঘোষণা দেয়া হয়েছে যে, ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত ‘ডিজিটাল রিকগনিশন ২০১৯’ নামে একটি ইভেন্টের আওতায় এ সুবিধা দেয়া হবে।
উইজটেক বিডি জানিয়েছে, দেশের অসংখ্য অলাভজনক সামাজিক সংগঠনের কোনও ওয়েবসাইট নেই। এতে করে তাদের কার্যক্রম খুব একটা বেশি মানুষ জানে না। তাদের কর্মকান্ডগুলো আড়ালে থেকে যায়। সেসব প্রতিষ্ঠানের জনকল্যাণমূলক কাজকে সকলের সামনে তুলে ধরার জন্যই আমরা এ উদ্যোগ নিয়েছি। ফলে প্রতিষ্ঠানগুলো বিশ্ব দরবারে নিজেদের আরও ভালোভাবে তুলে ধরতে পারবে।
‘ডিজিটাল রিকগনিশন-২০১৯’র রেজিস্ট্রেশন লিংক: www.wiztecbd.com/dr19