শিল্পমন্ত্রীর ফেসবুক আইডি হ্যাকড, থানায় জিডি
শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের ফেসবুক আইডি হ্যাকড হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। গত ২১ ফেব্রুয়ারি চকবাজারে অগ্নিকাণ্ডের পর গ্যাস সিলিন্ডার বিস্ফোরণকে দায়ী করে বক্তব্য দিয়েছিলেন তিনি। তার এই আগাম বক্তব্য নিয়ে সমালোচনা চলছিল।
বৃহস্পতিবার রাতে মন্ত্রীর ভেরিফাইড ফেসবুক এ্যাকাউন্টে ওই বক্তব্যের জন্য ক্ষমা চেয়ে একটি পোস্ট দেখা যায়। তাতে লেখা ছিল, ‘গত ২১ ফেব্রুয়ারির চকবাজার ট্রাজেডির অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে আমার বিতর্কিত মন্তব্যের জন্যে জাতির কাছে আমি আন্তরিকভাবে ক্ষমাপ্রার্থী।’
পরে মন্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলেও তাকে ফোন পাওয়া যায়নি। তবে মন্ত্রীর ঘনিষ্ঠ একজন জানান, তিনি এখন বিদেশে রয়েছেন। তার ফেসবুক এ্যাকাউন্ট হ্যাকড হয়েছে। রাজধানীর গুলশান থানার ওসি আবু বকর সিদ্দিক বলেন, এই অভিযোগ বুধবার পেয়েছেন তারা। একটি জিডি হয়েছে। মন্ত্রীর পক্ষে যিনি ফেসবুক চালান, তিনি বাদী হয়ে জিডি করেছেন।
গত ২০ ফেব্রুয়ারি রাতে চকবাজারের চুড়িহাট্টায় ভয়াবহ অগ্নিকাণ্ডের পরদিন ঘটনাস্থলে গিয়ে তিনি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে এই আগুনের সূত্রপাত বলে দাবি করেছিলেন। এই অগ্নিকাণ্ড তদন্তের দায়িত্বে থাকা ব্যক্তিরা এখন বলছেন, ওই অগ্নিকাণ্ডের সূত্রপাত সেখানকার ওয়াহিদ ম্যানশনের দোতলা থেকেই হয়েছিল, যেখানে রাসায়নিক ও দাহ্য পদার্থের গুদাম ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হয়েছেন।