০৭ মার্চ ২০১৯, ১৮:৩৪

গিটহাবে উইন্ডোজ ক্যালকুলেটর ওপেন সোর্স করল মাইক্রোসফট

  © লোগো

গিটহাবে মাইক্রোসফট এবার উন্মুক্ত করল উইন্ডোজ ক্যালকুলেটরের সোর্স কোড। ডেভেলপারদের সঙ্গে অ্যাপটির ফিচার আরও উন্নত করে এর অভিজ্ঞতা ভালো আনতে চায় সফটওয়্যার জায়ান্ট মার্কিন প্রতিষ্ঠানটি। গিটহাবে অ্যাপটি আরও উন্নত করতে যেকোনো ডেভেলপার অবদান রাখতে পারবেন। তবে নতুন ফিচারের প্রোটোটাইপ পরীক্ষা ও কোড পর্যালোচনার পরই তা মূল অ্যাপে সংযুক্ত করবে প্রতিষ্ঠানটি।

এতে করে উইন্ডোজ ক্যালকুলেটর অ্যাপের বিল্ড সিস্টেম, ইউনিট টেস্ট এবং ক্যালকুলেটর ফিচারের প্রোডাক্ট রোডম্যাপ উন্মুক্ত করা হলো গিটহাবে।

মাইক্রোসফট প্রতিষ্ঠানটি বেশ কয়েক বছর যাবত বিভিন্ন সফটওয়্যার ওপেন-সোর্স করছে। সম্প্রতিই প্রতিষ্ঠানটি তাদের ৯০ দশকের মূল ফাইল ম্যানেজার উন্মুক্ত করেছে। মূলত উইন্ডোজ-১০ এ যেন এই ফাইল ম্যানেজার ব্যবহার করা যায় সে জন্যই এটি উন্মুক্ত করা হয়েছে। এছাড়াও তারা লিনাক্স সমর্থন করার জন্য ৬০ হাজার পেটেন্টও ওপেন-সোর্স করেছে।

ক্যালকুলেটর অ্যাপ ওপেন সোর্স করার ফলে এখন ডেভেলপাররা নিজেদের অ্যাপেও খুব সহজে ব্যবহার করতে পারবেন ক্যালকুলেটরের লজিক বা ইউআই। সঙ্গে ক্যালকুলেটর অ্যাপটির ভুল ধরা এবং তা সারাতেও কাজ করবেন তারা।

উইন্ডোজ ক্যালকুলেটরের ভবিষ্যৎ নিয়ে আলোচনা এবং এটির নকশা ও অ্যাপ বানাতে মাইক্রোসফট প্রকৌশলীদের সঙ্গে কাজ করারও সুযোগ পাবেন ডেভেলপাররা।