২৮ জানুয়ারি ২০১৯, ২০:২৬

রবি টেন মিনিট স্কুলের মোবাইল অ্যাপ আসছে কাল

রবি টেন মিনিট স্কুল

ব্যতিক্রমধর্মী অনলাইন শিক্ষাঙ্গণ রবি টেন মিনিট স্কুল তাদের মোবাইল অ্যাপলিকেশন চালু করতে যাচ্ছে। আগামীকাল মঙ্গলবার সকাল ১১টায় কাওরান বাজারের জনতা টাওয়ারের দ্বিতীয় তলায় সফটওয়্যার টেকনোলজি পার্কে এই অ্যাপের উদ্বোধন করা হবে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অ্যাপের উদ্বোধন করবেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রবি আজিয়াটা লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মাহতাব উদ্দিন আহমেদ।

প্রসঙ্গত, রবি টেন মিনিট স্কুল একটি অনলাইন শিক্ষামূলক সংগঠন। ২০১৫ সালে আয়মান সাদিক এটি প্রতিষ্ঠা করেন। সেই সময় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর ছাত্র ছিলেন। তিনি অনলাইন শিখন ওয়েবসাইট খান একাডেমী, টেড এবং কোর্সেরা দ্বারা প্রভাবিত হয়ে টেন মিনিট স্কুল প্রতিষ্টা করেন। 

এই প্রতিষ্ঠান ফেসবুক ও ইউটিউবের মাধ্যমে শিক্ষা দান করে থাকে। এছাড়াও এদের ওয়েব সাইটে স্মার্ট বুক, টেন মিনিট স্কুল ব্লগ, টেন মিনিট স্কুল লাইভ নামে কয়েকটি শাখায় পাঠ্যন্তর্ভুক্ত ও জীবন দক্ষতা বিষয়ক শিক্ষা দান করে। বর্তমানে এই প্রতিষ্ঠানে সাড়ে নয় লাখ সক্রিয় সদস্য আছে।