টানা ৭ মাস দুই বিলিয়নের বেশি রেমিট্যান্স প্রবাহ, ফেব্রুয়ারিতে রেকর্ড
চলতি ২০২৪-২৫ অর্থবছরের ফেব্রুয়ারি মাসে দেশে রেকর্ড ৩১ হাজার কোটি টাকার (২৫২ কোটি ৮০ লাখ মার্কিন ডলার) রেমিট্যান্স এসেছে। যা সাম্প্রতিক মাসগুলোর মধ্যে অন্যতম সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের প্রকাশিত তথ্যানুযায়ী, এ বছর ফেব্রুয়ারিতে রেমিট্যান্স প্রবাহ গত অর্থবছরের তুলনায় উল্লেখযোগ্য হারে বেড়েছে। রবিবার (২ মার্চ) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন।
প্রাপ্ত তথ্যমতে, অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) মোট রেমিট্যান্স এসেছে ১,৮৪৯ কোটি মার্কিন ডলার, যা আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ২৩ দশমিক ৮০ শতাংশ বেশি। গত অর্থবছরের এই সময়ে রেমিট্যান্স এসেছিল ১,৪৯৩ কোটি ৫০ লাখ ডলার।
মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, জানুয়ারিতে এসেছে ২১৯ কোটি ডলার, ডিসেম্বরে ২৬৪ কোটি ডলার, নভেম্বরে ২২০ কোটি ডলার, অক্টোবরে ২৩৯.৫০ কোটি ডলার, সেপ্টেম্বরে ২৪০.৪১ কোটি ডলার, আগস্টে ২২২.১৩ কোটি ডলার এবং জুলাইয়ে এসেছে ১৯১.৩৭ কোটি ডলার।
অর্থনীতিবিদরা মনে করছেন, সরকারের নীতিগত সহায়তা, ব্যাংকিং চ্যানেলের উন্নতি এবং বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে দেওয়া প্রণোদনার কারণেই রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক ধারায় রয়েছে। বিশেষজ্ঞদের মতে, এ ধারা অব্যাহত থাকলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও শক্তিশালী হবে এবং অর্থনীতিতে স্থিতিশীলতা বজায় থাকবে।