নতুন যেসব আপডেট এলো ইনস্টাগ্রামে
ইনস্টাগ্রাম আবারও ব্যবহারকারীদের জন্য নতুন কিছু ফিচার নিয়ে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমের এই প্ল্যাটফর্মটি নিয়মিতভাবেই নতুন ফিচার এবং আপডেট প্রদান করে থাকে, যা শুধু ব্যবহারকারীদের সুবিধা নয়, সৃষ্টিশীলতাকেও আরও উৎসাহিত করবে।
ইনস্টাগ্রাম এবার ডিরেক্ট মেসেজ (ডিএম) বিভাগে বেশ কিছু আকর্ষণীয় নতুন ফিচার নিয়ে হাজির হয়েছে, যার ফলে চ্যাটিংয়ের অভিজ্ঞতা আরও উন্নত হবে। চলুন, জেনে নেওয়া যাক ইনস্টাগ্রামের এই নতুন আপডেটগুলো।
মেসেজ ট্রান্সলেশন:
এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই কোনো মেসেজ ট্রান্সলেট করতে পারবেন। আপনি যখন কোনো অপরিচিত ব্যক্তির সাথে কথা বলবেন এবং ভাষার সমস্যা হবে, তখন মেসেজটিতে ট্যাপ করে ট্রান্সলেট অপশন নির্বাচন করতে পারবেন। এর ফলে স্ক্রিনে ট্রান্সলেটেড মেসেজটি দ্রুত দেখানো হবে।
মিউজিক স্টিকার:
ইনস্টাগ্রাম চ্যাটে এখন পাঠানো যাবে মিউজিক স্টিকার। ব্যবহারকারীরা যেকোনো গানকে স্টিকার হিসেবে নির্বাচন করতে পারবেন, এবং পাঠানোর আগে তার প্রিভিউও দেখতে পাবেন।
শিডিউল মেসেজ:
নতুন ফিচারে ইনস্টাগ্রামে মেসেজ শিডিউল করার সুবিধা এসেছে। আপনি এখন নির্দিষ্ট সময়ে মেসেজ পাঠানোর জন্য সেট করে রাখতে পারবেন, যাতে কখনো ভুলে না যান।
পিনড চ্যাট:
হোয়াটস অ্যাপে যেমন মেসেজ পিন করা যায়, তেমনি এখন ইনস্টাগ্রামে পিনড চ্যাট ফিচার চালু হয়েছে, যার মাধ্যমে আপনি গুরুত্বপূর্ণ চ্যাটগুলোর অবস্থান উপরে রাখতে পারবেন।
কিউআর কোড:
ইনস্টাগ্রাম এখন গ্রুপ চ্যাটের জন্য কিউআর কোড ফিচার নিয়ে এসেছে। গ্রুপে প্রবেশ করে গ্রুপের নাম ট্যাপ করুন এবং ইনভাইট লিংকে ক্লিক করে কিউআর কোড ট্যাপ করুন। এর মাধ্যমে আপনি খুব সহজে গ্রুপে নতুন সদস্যদের ইনভাইট করতে পারবেন।
এসব নতুন ফিচার ইনস্টাগ্রামের ব্যবহারকারীদের অভিজ্ঞতাকে আরও সহজ এবং আকর্ষণীয় করে তুলবে, এবং সৃষ্টিশীলতায় নতুন সুযোগ তৈরি করবে।