০৮ জানুয়ারি ২০১৯, ১৭:৫২

ঢাকায় স্মার্টফোন মেলা বসছে বৃহস্পতিবার

  © সংগৃহীত

রাজধানী ঢাকায় শুরু হতে যাচ্ছে স্মার্টফোন ও ট্যাবের মেলা। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে এই মেলা। আগামী ২৬ জানুয়ারি বৃহস্পতিবার শুরু হয়ে এ মেলা চলবে ২৮ জানুয়ারি পর্যন্ত। এতে দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের স্মার্টফোন ও ট্যাব প্রদর্শন করা হবে। মেলা প্রতিদিন সকাল ১০টায় শুরু হয়ে শেষ হবে রাত ৮ টায়। মঙ্গলবার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

এতে উপস্থিত ছিলেন এ-ডাটার পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন, স্যামসাং ইলেকট্রনিকস বাংলাদেশের হেড অব মোবাইল মো. মূয়ীদুর রহমান, হুয়াওয়ে (ডিভাইস বিজনেস বিভাগ) বাংলাদেশের পরিচালক (বিক্রয়) জিয়াউদ্দিন চৌধুরী, এডিসন গ্রুপের বিপণন পরিচালক আশরাফুল হক, উই স্মার্ট সল্যুউশনের ব্র্যান্ডিং ও কমিউনিকেশন বিভাগের সহকারী মহাব্যবস্থাপক মুনতাসির আহমেদ, অপো বাংলাদেশ কমিউনিকেশনের বিপণন প্রধান ব্রুস লি, এক্সপো মেকারের হেড অব অপারেশনস নাহিদ হাসনাইন সিদ্দিকী।

এ-ডাটার পণ্য ব্যবস্থাপক নাজিম উদ্দিন ইমন বলেন, আমরা সবসময়ই  মোবাইল এক্সেসরিজ নিয়ে স্মার্টফোন ও ট্যাব এক্সপোতে অংশগ্রহণ করে থাকি। এবার আরও বড় পরিসরে অংশগ্রহণ করতে যাচ্ছি। এবারের মেলায় ক্রেতাদের জন্য আকর্ষণীয় ছাড় ও উপহার থাকবে।

স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের হেড অব মোবাইল মাইদুর রহমান বলেন, মেলায় শুধু ফোন নয়, ক্রেতাদের প্রয়োজনীয় আধুনিক সব ফিচারের সমন্বয় ঘটিয়ে সর্বশেষ পণ্যগুলো থাকবে। শুধু মেলা উপলক্ষে আর্লিবার্ড ও প্রি-অর্ডার সুবিধা থাকছে। ক্রেতারা ফোন কেনার আগেই আমাদের নানা পণ্যের অভিজ্ঞতা নিতে পারবেন ।

মেলায় স্যামসাং, হুয়াওয়ে, অপো, সিম্ফনি, উই, লাভা, শাওমি, মাইসেল, মাইক্রোম্যাক্স, লেনোভো, লিনেক্স, কুলপ্যাড, ম্যাংগো, মিউজু, সেলস্ট্রিম, গ্যাজেট গ্যাং সেভেন, কিকশা ডট কম, আজকেরডিল ডটকমের স্টল থাকবে যেখানে ক্রেতারা পছন্দ অনুযায়ী স্মার্টফোন বা ট্যাব কিনতে বা বুকিং দিতে পারবেন।