৩১ ডিসেম্বর ২০১৮, ১২:২৮

এক মাসে ইন্টারনেট গ্রাহক কমেছে ৬ লাখ

  © সংগৃহীত

এক মাসের ব্যবধানে দেশে ইন্টারনেট গ্রাহকের সংখ্যা কমেছে ৬ লাখ ৪৮ হাজার। গত মাস তথা নভেম্বরে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ব্যাপক হারে কমে যায়। দুই বছর পর ইন্টারনেটে এমন বড় রকমের ধাক্কা খেল টেলিকম খাত। 

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের তথ্য অনুযায়ী, অক্টোবরে দেশে ইন্টারনেট গ্রাহক ছিল ৯ কোটি ২৪ লাখ ৬৬ হাজার। যা নভেম্বরে কমে দাড়িয়েছে ৯ কোটি ১৮ লাখ ১৮ হাজারে।

এর আগে ২০১৬ সালের নভেম্বরে সর্বশেষ দেশে ইন্টারনট গ্রাহকের সংখ্যা কমেছিল। তার অন্তত দু’বছর পর আবারও এমন ঘটনা ঘটলো।

দেশে এখন মোবাইল ইন্টারনেট ব্যবহার করেন ৮ কোটি ৬০ লাখ ২২ হাজার গ্রাহক।ওয়াইম্যাক্স ব্যবহারকারী ৬১ হাজার; যা আগের মাসের চেয়ে কমে গেছে ১৯ হাজার।এছাড়াও দেশে আইএসপি এবং পিএসটিএন ইন্টারনেট ব্যবহার করেন ৫৭ লাখ ৩৫ হাজার; যা গত মাসের চেয়ে এক হাজার বেড়েছে।

দেশে মোবাইল নম্বর অপরিবর্তিত রেখে অপারেটর বদলের সেবা বা এমএনপি চালু হওয়ার কারণে অক্টোবরে কিছু গ্রাহক একাধিক নম্বর থেকে একটা নম্বরে স্থির হয়েছে।ফলে কিছু সংযোগ কমেছে। আবার ওই একই সময়ে বিটিআরসি অপারেটরদের অফার নম্বর কমিয়ে আনতে কড়াকড়ি করে। ফলে তখন অনেকে ইন্টারনেটের প্রতি অনাগ্রহী হয় বলে অপারেটরদের মত।

ডিসেম্বরের প্রতিবেদনে ইন্টারনেট গ্রাহক আরও কমবে বলে মনে করছেন তারা। চলতি মাসে তাদের ব্যবসা কিছুটা খারাপ যাচ্ছে বলেই জানাচ্ছে অপারেটরগুলো।